ব্যাটারদের কল্যাণে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টেস্টের সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইংল্যান্ড। লিডস টেস্টের পঞ্চম দিন তাদের দরকার আরও ১১৩ রান। চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৮৩ রান।
তৃতীয় দিন ৫ উইকেটে ১৬৮ রান নিয়ে খেলতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩২৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলকে সামাল দেন টম ব্লান্ডেল ও ড্যারিল মিচেল।
দুজনের ব্যাট থেকে আসে ফিফটি। মিচেল ৫৬ ও ব্লান্ডেল ৮৮ রান করে আউট হন। এই দুজনের বিদায়ের পর আর কেউই ব্যাট হাতে অবদান রাখতে পারেননি। ফলে ২৯৫ রানের লিড নিয়ে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে জ্যাক লিচ ৬৬ রানে ৫টি ও ম্যাথিউ পটস ৬৬ রানে ৩টি উইকেট নেন।
২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার অ্যালেক্স লিস ও জ্যাক ক্রলিকে দ্রুত হারায় ইংল্যান্ড। লিস ৯ রানে রান আউট হন। আর ক্রলিকে ২৫ রানে আউট করেন মাইকেল ব্রেসওয়েল।
এরপরই ক্রিজে জুটি গড়েন ওলি পোপ ও জো রুট। তৃতীয় উইকেটে ১৩২ রান যোগ করে দিনশেষে অবিচ্ছিন্ন থাকেন দুজন।
শেষ দিন ৮১ রান নিয়ে খেলা শুরু করবেন পোপ। আর রুট খেলবেন ৫৫ রান নিয়ে।