বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন টাইগারদের

  •    
  • ২৫ জুন, ২০২২ ১৪:২৩

কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধণ উদযাপন করে সফরকারী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচসহ সব স্টাফ।

দীর্ঘ অপেক্ষার পর শনিবার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ইতিহাসে অবকাঠামো হিসেবে সবচেয়ে বড় এ প্রকল্পটি উদ্বোধনের মধ্যে দিয়ে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের উন্মোচন হয়েছে।

দেশের জন্য ঐতিহাসিক এ দিনটিতে বাংলাদেশ ক্রিকেট দল অবস্থান ক্যারিবিয়ানের সেইন্ট লুসিয়ায়। তবে পদ্মা সেতুর উদ্বোধনের গৌরবময় মুহূর্ত সাকিব-তামিমরা উদযাপন করেছেন নিজেদের মতো করেই।

কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধণ উদযাপন করে সফরকারী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচসহ সব স্টাফ।

এ উপলক্ষ্যে বিসিবির দেয়া এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ, আমার কাছে মনে হয় এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সবথেকে বড় অবদান।

‘পদ্মা সেতু পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সম্ভব হয়েছে। সে জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আশা করছি এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ টেস্ট সিরিজের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই জড়িয়ে আছে পদ্মা সেতুর নাম। সিরিজের নামকরণ করা হয়েছে ‘পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ’।

এ বিভাগের আরো খবর