বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্যার্তদের জন্য পরিবহন সেবা তামিম-সৌম্যের

  •    
  • ২২ জুন, ২০২২ ১৪:১০

স্বেচ্ছাসেবীদের সমন্বিত দল এই সেবা পরিচালনা করবে। বিকল্প যোগাযোগ ব্যবস্থা, আবহাওয়া এবং দূরত্বকে বিবেচনা করে কিছু নির্দিষ্ট রুট নির্ধারণ করা হয়েছে।

সিলেট ও সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে ৫ হাজার প্যাকেট শুকনা খাবার পৌঁছে দেয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

এ কাজে পিছিয়ে নেই জাতীয় দলের ক্রিকেটাররাও। বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সড়ক ও নৌপথে পরিবহন সেবা দেয়ার উদ্যোগ নিয়েছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

তামিম মঙ্গলবার ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন। এ সেবার নাম দেয়া হয়েছে ‘তুফান’।

সিলেট ও সুনামগঞ্জে ত্রাণ পরিবহন ২৪ ঘণ্টা সচল রাখার উদ্দেশ্যেই এই সেবা চালু করা হয়েছে বলে জানান তামিম। তিনি জানান, দেশের যেকোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান এই সেবা নিতে পারবে।

সেবাটি ব্যবহার করা যাবে ঢাকা বা দেশের যেকোনো স্থান থেকে বন্যার পানিতে তলিয়ে যাওয়া অঞ্চলে ত্রাণ, চিকিৎসা, অন্য যেকোনো সামগ্রী পরিবহনের ক্ষেত্রে।

সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে পরীক্ষামূলকভাবে সেবাটি চালু হয়েছে। শিগগিরই সেবাটি পাওয়া যাবে সিলেটে।

স্বেচ্ছাসেবীদের সমন্বিত দল এই সেবা পরিচালনা করবে। বিকল্প যোগাযোগ ব্যবস্থা, আবহাওয়া এবং দূরত্বকে বিবেচনা করে কিছু নির্দিষ্ট রুট নির্ধারণ করা হয়েছে।

ঢাকা থেকে সুনামগঞ্জ জেলার বিভিন্ন রুটে প্রায় ৩০০ কিলোমিটার পথে প্রতি ৫০০ কেজি ত্রাণসহ অন্যান্য সামগ্রী পরিবহনে খরচ হতে পারে সর্বোচ্চ ২০ হাজার টাকা।

এ বিভাগের আরো খবর