এএফসি কাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের কারণে ৩৮ দিন পর বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ম্যাচ দিয়ে আবারও শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার দুই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মিগুয়েল ফিগুইরা ও রবসন রবিনিয়োর গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে অস্কার ব্রুসনের দল।
শুরু থেকে বল নিয়ন্ত্রণ থাকলেও রহমগঞ্জের কাছে খুব বেশি সুবিধা করতে পারেনি কিংস। খেলার দৃশ্যপট বদলে যায় ৩৪তম মিনিটে। কিংসের আক্রমণ সামলাতে যেয়ে নিজ বক্সে হ্যান্ডবল করে লাল কার্ড দেখেন রহমতগঞ্জের গোলকিপার জিয়াউর।
ওয়ালি ফয়সালকে বদলে রাকিবুল ইসলাম তুষারকে গোলকিপারের দায়িত্ব দেয় রহমতগঞ্জ। বাকি সময়টা ১০ জন নিয়ে খেলে তারা।
৩৬তম মিনিটে প্রথম গোল পায় বসুন্ধরা। ফিগুইরা এগিয়ে দেন চ্যাম্পিয়নদের। এর ২ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করে ম্যাচ নিজেদের করে নেয় বসুন্ধরা। এবারে স্ট্রাইক রবিনিয়োর।
বাকি সময়ে ১০ জন নিয়ে চ্যাম্পিয়নদের সঙ্গে পেরে ওঠেনি রহমতগঞ্জ। ফলে, ১৬ ম্যাচ ১৩তম জয় নিশ্চিত করে কিংস।
এতে করে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান সংহত করল বসুন্ধরা কিংস। দুইয়ে থাকা আবাহনীর সঙ্গে তাদের পার্থক্য ৯ পয়েন্ট।