বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফিকার প্রথম নারী সভাপতি অজি ক্রিকেটার লিসা

  •    
  • ২১ জুন, ২০২২ ১৮:১০

মঙ্গলবার সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত ফিকা নির্বাহী কমিটির বৈঠক শেষে দায়িত্ব পান অস্ট্রেলিয়া নারী দলের সাবেক এই অধিনায়ক।

প্রথম নারী হিসেবে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) সভাপতি পদে নিযুক্ত হয়েছেন লিসা স্থালেকার। মঙ্গলবার সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত ফিকা নির্বাহী কমিটির বৈঠক শেষে দায়িত্ব পান অস্ট্রেলিয়া নারী দলের সাবেক এই অধিনায়ক।

জন্মসূত্রে ভারতীয় এই অফস্পিনার সভাপতি পদে নিযুক্ত হওয়ার আগে সাউথ আফ্রিকার সাবেক ব্যাটার ব্যারি রিচার্ডস, সাবেক ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জিমি অ্যাডামস ও ইংল্যান্ডের সাবেক ব্যাটার ভিক্রম সোলাঙ্কি এই দায়িত্বে কর্মরত ছিলেন।

৪২ বছর বয়সী স্থালেকার অস্ট্রেলিয়া নারী জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ১৮৭টি আন্তর্জাতিক ম্যাচে। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই অলরাউন্ডার। ২০০৭ ও ২০০৮ মৌসুমে অস্ট্রেলিয়ার সেরা মহিলা আন্তর্জাতিক খেলোয়াড়ের হিসেবে মর্যাদাপূর্ণ বেলিন্ডা ক্লার্ক পুরস্কার পেয়েছেন।

স্থালেকার ২০০১ সালে অস্ট্রেলিয়ার হয়ে একজন হার্ড-হিটার ব্যাটার হিসেবে আত্মপ্রকাশ করেন। ওয়ানডেতে তার ক্যারিয়ার সেরা ১২৫ ম্যাচে ২টি সেঞ্চুরি এবং ১৬টি অর্ধশতকে মোট ২৭২৮ রান করেন। এখনও ওয়ানডে ক্রিকেটে সেরা ১০ উইকেট শিকারীর মধ্যে রয়েছে এই অজি ক্রিকেটারের নাম।

ক্রিকেটের ধারাভাষ্যেও দারুণভবে পারদর্শি এই অভিজ্ঞ ক্রিকেটার। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাথে খেলোয়াড় কল্যাণের ক্ষেত্রেও তার দারুণ অভিজ্ঞতা রয়েছে।

এ বিভাগের আরো খবর