সিলেট, সুনামগঞ্জসহ দেশের উত্তর-দক্ষিণাঞ্চলের ১০ জেলা বন্যায় প্লাবিত হয়েছে। দেশের এমন বিপর্যয়ের সময়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশাপাশি সিলেটে যে ক্রিকেটার রয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
এরই মধ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সাহায্য করার চেষ্টায় রয়েছে বোর্ড, এমনটা নিশ্চিত করেন সুজন।
রোববার মিরপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সিলেটের আমাদের জাতীয় দলের কিছু খেলোয়াড় আছেন, যারা বর্তমানে দলের সঙ্গে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমাদের বলা হয়েছে। আমরা সেভাবে কাজ করছি।’
‘সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের সঙ্গে তাদের যোগাযোগ আছে। বন্যার পর আমরা চিন্তাভাবনা করছি, কীভাবে তাদের পাশে থাকা যায়।’
জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি যারা ঘরোয়া লিগে খেলেন, তাদেরও সহযোগিতা করতে চায় বিসিবি।
সুজন যোগ করেন, ‘আমাদের বোর্ড পরিচালক আছেন নাদেল খান, তার সঙ্গে কথা হয়েছে। বোর্ড সভাপতি নির্দেশনা দিয়েছেন সব খেলোয়াড়ের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে।
‘শুধু জাতীয় ক্রিকেটাররা না। বোর্সংশ্লিষ্ট প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করি সব সময়। অবশ্যই এবারও থাকব।’