অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনে খালেদ আহমেদের বোলিং তোপে চতুর্থ দিন পর্যন্ত জিইয়ে রাখল বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৪৯ রান তুলতে সক্ষম হয়েছে ক্যারিবীয়রা।
দুই ইনিংসেই যথাসাধ্য চেষ্টা করেছেন বাংলাদেশের বোলাররা। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের ২৬৫ রানে অলআউট করেন মিরাজ-খালেদরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৩ রানের লিড নিয়ে কাঁপন ধরায় ক্যারিবীয়দের বুকে। সফরকারীদের বোলিং তোপে ৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ।
সাত উইকেট হাতে রেখে ম্যাচ জিততে ৩৫ রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের। হাতে আছে আরও ২ দিন। টাইগারদের এমন অসহায় আত্মসমপর্ণের মূল দায় ব্যাটারদের, এমনটায় মনে করছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
তৃতীয় দিনের খেলা শেষে শনিবার সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘এই মুহূর্তে ছেলেদের আত্মবিশ্বাস একদম তলানিতে। মুমিনুল-শান্তসহ আমাদের বড় কিছু খেলোয়াড় আত্মবিশ্বাসহীনতায় ভুগছে। ক্রিকেটে আত্মবিশ্বাস অনেক বড় একটা ব্যাপার। কিন্তু এই মুহূর্তে তাদের ব্যাটিংয়ে সেটা নেই।’
তিনি বলেন, ‘দুই ইনিংসেই অনেকগুলো সফট ডিসমিসাল হয়েছে। ব্যাটিংয়ের সময় অনেকগুলো ভুল সিদ্ধান্তও ছিল। প্রথম ইনিংসে ১০৩, এটা আরও বেশি হতে পারতো। দ্বিতীয় ইনিংসে ২৪৫ এটাও আরও বেশি হওয়া দরকার ছিল। সুতরাং সারমর্ম করতে গেলে বলতে হয় এক টেস্টে এতগুলো সফট ডিসমিসালই নির্দিষ্ট করে দায়ী।’
তবে বোলাররা তাদের কাজটা করেছেন ঠিকঠাক মত করেছেন এমনটাই দাবি কোচ ডমিঙ্গোর। তিনি বলেন, ‘দুই ইনিংসেই বোলাররা দারুণ করেছে। যেটা প্রথম ইনিংসে আমরা দেখেছি এই পিচে ওদের (ওয়েস্ট ইন্ডিজ) ২৬০ রানে আটোকে দেয়া সত্যি দারুণ প্রচেষ্টা। গত দুইদিনে ছেলেদের বোলিং নিয়ে আমরা গর্বিত।’