বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাউথ আফ্রিকা দল থেকে ছিটকে গেলেন মারক্রাম

  •    
  • ১৬ জুন, ২০২২ ১৬:৩৩

ভারতের বিপক্ষে চলমান ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগে কোভিড পজিটিভ হন মারক্রাম। এখন শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিক সুস্থতার জন্য থাকে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সাউথ আফ্রিকার ব্যাটার এইডেন মারক্রাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন। আক্রান্তের এক সপ্তাহ পরও খেলার জন্য ফিট না হওয়ায় দেশে ফিরে যাচ্ছেন তিনি।

ভারতের বিপক্ষে চলমান ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগে কোভিড পজিটিভ হন মারক্রাম। এখন শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিক সুস্থতার জন্য থাকে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সিরিজের প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি মারক্রাম। করোনায় আক্রান্ত হবার পর এক সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে ছিলেন তিনি।

শেষ দুই ম্যাচে মারক্রামকে পাবার আশায় ছিলো ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। শেষ পর্যন্ত তাকে পাচ্ছে না প্রোটিয়ারা।

এক বিবৃতিতে বৃহস্পতিবার সিএসএ জানিয়েছে, ‘টি-টোয়ন্টি সিরিজের বাকি ম্যাচ থেকে নাম প্রত্যার করে নিয়েছেন মারক্রাম। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হবার পর ৭ দিন কোয়ারেন্টিনে কাটান তিনি। শেষ দুই ম্যাচ খেলার মত অবস্থায় আসতে পারবেন না মারক্রাম। মানসিক সুস্থতা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বাড়ি ফেরার অনুমতি দেয়া হয়েছ।’

ভারতের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে সাউথ আফ্রিকা।

এ বিভাগের আরো খবর