বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রো বক্সিংয়ের মাধ্যমে বক্সাররা স্বাবলম্বী হতে পারবেন: আল আমিন

  •    
  • ১৪ জুন, ২০২২ ১৯:২১

পেশাদার বক্সিংয়ে অভিষেক হলেও অ্যামেচার বক্সিংও চালিয়ে যেতে চান আল আমিন। তার স্বপ্ন বৈশ্বিক ও এশীয় আসরে বাংলাদেশের হয়ে পদক জেতা।

গত মাসে ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট ‘ফাইট নাইটে’ নেপালের ভারত চাঁদের বিপক্ষে ম্যাচ জেতেন বাংলাদেশের আল আমিন। দেশের সর্ববৃহৎ ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতা বাংলাদেশে গেমসেও স্বর্ণ জিতেছিলেন রাজশাহীর এই বক্সার।

অভিজ্ঞ এ বক্সার খেলেছেন বাংলাদেশ আর্মি ও আনসার বাহিনীর হয়ে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্যাম্প অনুশীলন করছেন আল আমিন। স্বর্ণজয়ী এ বক্সার মনে করেন দেশের বক্সিংয়ে উন্নতির জন্য দরকার নিয়মিত জাতীয়-আন্তর্জাতিক টুর্নামেন্ট।

দেশের অন্যতম সেরা এ বক্সার নিউজবাংলাকে বলেন, ‘আমরা চেষ্টা করছি বাংলাদেশের বক্সিংটাকে আরও উপরে নেয়ার। প্রো বক্সিংয়ে ভালো করার জন্য আমারা আমাদের শতভাগ দিয়ে প্র্যাকটিস করে যাচ্ছি। কোন দেশে যখন প্রো বক্সিং চালু হয় তখন দেশের বক্সিংয়ের পরিবেশটাই পরিবর্তন হয়ে যায়।’

সাধারণত কোনো বক্সার অ্যামেচার থেকে পেশাদার জগতে ঢুকলে তাকে কোনো একটি প্রোমোশন কোম্পানিতে নাম লেখাতে হয়। সেই প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন বিষয়ে চুক্তি করার পর বক্সিং রিংয়ে নামতে পারেন ওই বক্সার।

দেশে ফাইটনাইটের মত প্রফেশনাল বক্সিং টুর্নামেন্টের প্রশংসা করে আল আমিন যোগ করেন, ‘প্রো বক্সিংয়ে টাকা আয়ের সুযোগ আছে। যা থেকে বক্সাররা স্বাবলম্বী হতে পারে। যেমনটা ক্রিকেট-ফুটবলে হয়ে থাকে। প্রো বক্সিং চালু হওয়াতে আমাদের জন্য ভালো হয়েছে।’

পেশাদার বক্সিংয়ে অভিষেক হলেও অ্যামেচার বক্সিংও চালিয়ে যেতে চান আল আমিন। তার স্বপ্ন বৈশ্বিক ও এশীয় আসরে বাংলাদেশের হয়ে পদক জেতা।

তিনি বলেন, ‘আমি প্রো এবং অ্যামেচার দুটাই খেলতে চাই দেশের জন্য। সুযোগ পেলে বাংলাদেশের হয়ে মেডেল জেতার চেষ্টা করব। তাছাড়া এশিয়ান টাইটেল ও ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল ফাইট করার জন্য আমি রেডি হচ্ছি। এটাই আমার স্বপ্ন।

এ বিভাগের আরো খবর