ভারতে শেষ হল টাটা আলট্রা ম্যারাথনের পঞ্চম আসর। প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নেন দুই বাংলাদেশী রানার শাহজাদা আব্দুল আউয়াল শাহ ও প্রশান্ত রায়।
মহারাষ্ট্র রাজ্যের লোনাভলার পাহাড়ী অঞ্চলে অনুষ্ঠিত টাটা আলট্রা ম্যারাথন ২০২২ আসরে দুই আল্ট্রা রানার শাহজাদা ও প্রশান্ত দৌড় শেষ করতে সক্ষম হন।
১৫ মে রাত ১টায় লোনাভলার সুনিলস ওয়্যাক্স মিউজিয়াম থেকে ৫০ কিলোমিটারের এই দৌড় শুরু হয়। পাঁচ শতাধিক দৌড়বিদ এতে অংশ নেন। দূর্গম পাহাড়ে অসংখ্য চড়াই-উৎরাই ও কঠিন বাঁক ছিল ৫০ কিলোমিটারের রুটে।প্রথম বাংলাদেশী হিসেবে ৫০ কিলোমিটার শেষ করতে শাহজাদা আব্দুল আউয়াল শাহ এর সময় লেগেছে ৭ ঘন্টা ৪৩ মিনিট এবং প্রশান্ত রায়ের সময় লেগেছে ৮ ঘন্টা ৩০ মিনিট। প্রতিযোগিতা শেষে মঞ্চে বাংলাদেশের দুই রানার জাতীয় পতাকা নিয়ে ছবিও তোলেন।