বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শুরু হচ্ছে স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

  •    
  • ৫ জুন, ২০২২ ২৩:৩০

ন্যাশনাল রাউন্ডে অংশগ্রহণকারী ১৬ দলকে দুই গ্রুপে বিভক্ত করা হয়েছে। বিভাগীয় রাউন্ডের চ্যাম্পিয়ন দলগুলো ‘এ’ গ্রুপে রয়েছে। বি গ্রুপে আছে বিভাগীয় রাউন্ডের রানার্সআপ দলগুলো।

স্কুল ক্রিকেট প্রতিযোগিতার জাতীয় পর্যায় শুরু হবে সোমবার। পৃথক ভেন্যুতে প্রথম রাউন্ডের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণকারী ১৬ দলকে দুই গ্রুপে বিভক্ত করা হয়েছে। বিভাগীয় রাউন্ডের চ্যাম্পিয়ন দলগুলো ‘এ’ গ্রুপে রয়েছে। বি গ্রুপে আছে বিভাগীয় রাউন্ডের রানার্সআপ দলগুলো।

‘এ’ গ্রুপে থাকা দলগুলোর জন্য ‘বি’ গ্রুপ থেকে প্রতিপক্ষ বেছে নেয়া হয়েছে লটারির মাধ্যমে।

‘এ’ গ্রুপে রয়েছে লালমনিরহাট উচ্চ বিদ্যালয়, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, আসমত আলী খান ইনস্টিটিউশন, গাজী মেমোরিয়াল হাই স্কুল, কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল, কুমিল্লা হাই স্কুল ও মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল।

‘বি’ গ্রুপের দলগুলো হল- কে জি এন্ড হাই স্কুল, শিশু নিকেতন হাই স্কুল, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, হরিনারায়ণপুর ইউনিয়ন হাই স্কুল, নবাবগঞ্জ পাইলট হাই স্কুল, আলাতুন নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।

নকআউট পদ্ধতিতে ন্যাশনাল রাউন্ডের চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ জুন। ১১ জুন দুটি সেমিফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ হবে ১৩ জুন।

সোমবার সিটি ক্লাব মাঠে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় খেলবে কে জি এন্ড হাই স্কুলের বিপক্ষে। জগন্নাথ হল মাঠে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রতিপক্ষ শিশু নিকেতন হাই স্কুল।

কেরানীগঞ্জ হামিদুর রহমান স্টেডিয়ামে বগুড়া পুলিশ লাইন্স স্কুলের বিপক্ষে খেলবে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়। নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে আসমত আলী খান ইনস্টিটিউশন খেলবে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে।

এ বিভাগের আরো খবর