বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রাতে এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১২টায় স্পেনের পাম্পলোনায় শুরু হবে ম্যাচটি।
লিওনেল মেসির দল খেলবে ওসাসুনার স্টেডিয়ামে। সবশেষ ইতালির বিপক্ষে খেলা ম্যাচের একাদশে ৮টি পরিবর্তন আনতে যাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচের একাদশ নিয়ে এমনটা দাবি করা হয়েছে আর্জেন্টিনার ক্রীড়া সাইট মুন্দো আলবিসেলেস্তের এক প্রতিবেদনে।
দলের নেতৃত্ব দেবেন যথারীতি লিওনেল মেসি। তার সঙ্গে ইতালির বিপক্ষে খেলা ফিনালিসিমা ম্যাচ থেকে থাকছেন ২ জন। নাহুয়েল মলিনা ও রদ্রিগো দে পল।
বেঞ্চের শক্তি পরখ করতে গোলকিপার থেকে শুরু করে আক্রমণভাগ সব জায়গায় পরিবর্তন আনছেন স্কালোনি। বিশ্রামে রাখছেন নিয়মিত কিপার এমিলিয়ানো মার্তিনেস, মিডফিল্ডার আনহেল কোরেয়া, অ্যাটাকার আনহেল দি মারিয়াদের মতো নিয়মিতদের।
সেপ্টেম্বরের আগে এটাই আর্জেন্টিনার সবশেষ প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের আগের আরও অন্তত দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: ফ্রাঙ্কো আরমানি, হেরমান পেসেজা, লিসান্দ্রো মার্তিনেস, মারকোস আকুনিয়া, পাপু গোমেস, রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, হোয়াকিন কোরেয়া।