তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের খেলোয়াড়ের পাশাপাশি আরেকটি পরিচয় রয়েছে সমাজসেবী হিসেবে। অসহায় দুস্থদের প্রতি বার বারই সহায়তার হাত বাড়িয়ে দিতে দেখা গেছে তাকে। এরই ধারাবাহিকতায় এবার স্বল্প খরচে চিকিৎসা সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছেন তিনি।
দেশের মানুষ যেন তুলনামূলক কম ব্যয়ে নিজেদের চিকিৎসা করাতে পারেন সে জন্য সাকিব আল হাসান নিয়ে এসেছেন ‘সাকিব ৭৫ হেলথ কার্ড’। তবে এই কার্ডের আওতায় চিকিৎসা সুবিধাটি কেবল দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্যই সীমাবদ্ধ করে রাখা হয়নি। চাইলে যে কেউ অনলাইনে কার্ড করে চিকিৎসায় এই সুবিধা নিতে পারবেন।
মাত্র ৪৭৫ টাকায় পাওয়া যাবে এই হেলথ কার্ড, যা দিয়ে ২০০ হাসপাতালে চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। এই কার্ডের আওতায় এসব হাসপাতালে প্রতিটি টেস্টে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আর একজন কার্ডহোল্ডারের পরিবারের সব সদস্য পাবেন এই সুবিধা।
ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেটসহ বেশ কয়েকটি জেলার হাসপাতালে এই সুবিধা নিতে পারবেন কার্ডহোল্ডাররা।
https://shakib75.health/ ওয়েবসাইটের মাধ্যমে অথবা প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে অ্যাপের মাধ্যমে খুব সহজেই করা যাবে এই হেলথ কার্ড।
একইসঙ্গে অ্যাপের মাধ্যমে ঘরে বসেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শও নেয়া যাবে।
একবার এই হেলথ কার্ড করার পর এর আওতায় কতদিন এই সুবিধা পাওয়া যাবে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
এর আগে করোনাকালে সাকিব আল হাসান তার নামে ফাউন্ডেশন খুলে এগিয়ে এসেছিলেন সাধারণ মানুষদের সেবায়।