তিন ফরম্যাটের সিরিজ খেলতে ৩ জুন ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের প্রথম বহর। তবে দেশ ছাড়ার ঠিক তিন দিন আগে হুট করেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান মুমিনুল হক।
বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে মঙ্গলবার নিজের সরে দাঁড়ানোর বিষয়টি জানান মুমিনুল। নিজের পারফরম্যান্সে বিশেষ নজর দিতেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুমিনুল।
তবে বোর্ডের পক্ষ থেকে এখনও মুমিনুলের সিদ্ধান্তের বিষয়ে কিছু জানানো হয়নি। এ বিষয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বোর্ডের সিদ্ধান্ত জানানো হবে বলে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটো। জানিয়েছেন, বোর্ড সভা শেষে সিদ্ধান্ত আসবে।
টিটো বলেন, ‘মুমিনুল বোর্ড সভাপতির সঙ্গে দেখা করে তার অভিব্যক্তি জানিয়েছেন। যদি সভাপতি এটি নিয়ে বোর্ড সভায় আলোচনা করেন তখন সিদ্ধান্তটা আসবে। আমরা কালকেই সেটা আপনাদেরকে জানিয়ে দিতে পারব।
‘তাই আগে থেকে যদি আমাদের এরকম পরিকল্পনা থাকত তাহলে বিস্তারিতভাবে বলা যেতো। যেহেতু গতকাল তিনি তার সিদ্ধান্তের কথা জানিয়েছে, তাই বোর্ড সভাপতি এবং ক্রিকেট অপারেশন্স সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হবে।’