কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে গুঞ্জন চলছে সাকিব আল হাসানকে নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পুরোটা সময় দলের সঙ্গে থাকবেন না তিনি, এমনটা দাবি করেছে অনেকগুলো মাধ্যম। অনেকের দাবি, এরই মধ্যে উইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজ থেকে ছুটি চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
তবে এমন সব ধারণাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বিসিবি। সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরো সিরিজেই থাকছেন বলে নিশ্চিত করেছে বিসিবি। সোমবার সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক জালাল ইউনূস।
তিনি বলেন, ‘আপনারা কোথায় পেয়েছেন আমি জানি না। সে জানিয়েছে সে থাকছে। সে বলেছে সে অবশ্যই আছে। টি-টোয়েন্টিতেও খেলবে। ওয়ানডেও খেলবে। সে জন্যেই তার নাম লেখা হয়েছে। এটা তো আপনারাও প্রশ্ন করেছেন তাকে। সে খেলতে চাইছে। পরেরটা পরে দেখা যাবে।’
চলতি মৌসুমের শুরুতে সাকিব জানিয়েছিলেন যে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে তিনি সব ফরম্যাটে খেলতে চান না। পরিস্থিতি অনুযায়ী বেছে বেছে ফরম্যাট খেলতে চান। সবশেষ দুই সিরিজে ছিলেন সাকিব।
সাউথ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ খেলে পারিবারিক ব্যস্ততার কারণে তিনি দেশে ফিরে আসেন। আর শ্রীলঙ্কা সিরিজের আগে কোভিড পজিটিভ হয়ে না খেলার সম্ভাবনা থাকলেও, ম্যাচের আগের দিন নেগেটিভ হয়ে মাঠে নামেন।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বিসিবির ঘোষিত তিন ফরম্যাটের দলেই আছেন সাকিব।