শুরুতে ব্যাটিং বিপর্যয় এরপর বড় জুটি। জুটি শেষে আবারও উইকেটের মিছিল। এমন দৃশ্যই দেখা গেল মিরপুর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অল আউট হয়েছ বাংলাদেশ। ফলে লঙ্কানদের সামনে জয়ের লক্ষ্য ২৯ রানের।
পঞ্চম দিন সকালে মুশফিকুর রহিমের বিদায়ের পর বাংলাদেশ দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন সাকিব আল হাসান ও লিটন দাস। ৬ষ্ঠ উইকেটে ১০৩ রানের জুটি গড়ে দলকে সামাল দেন দুই অভিজ্ঞ ব্যাটার।
শুক্রবার প্রথম সেশনে এই দুইজনের দৃঢ়তায় মুশফিক ছাড়া কোনো উইকেট হারায়নি টাইগাররা। কিন্তু মধ্যাহ্ন বিরতি শেষে ২০ মিনিটের মধ্যে পাল্টে গেল দৃশ্যপট।
দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারে বিদায় নেন লিটন। ৫২ রান করা লিটনকে অবিশ্বাস্যভাবে কট অ্যান্ড বোল্ড করেন পেইসার আসিথা ফার্নান্দো। লিটন বিদায় নিলেও অন্য প্রান্তে সাকিব টিকে থাকায় তখনও ভরসা ছিল বাংলাদেশের।
চার ওভার পর সাকিবকে আউট করে শেষ আশাটুকুও যেন নিভিয়ে দেন ফার্নান্দো। তার শর্ট বল ডিফেন্ড করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ৫৮ রান করা সাকিব।
সাকিবের বিদায়ের পর ২৬ বল টিকেছে বাংলাদেশের ইনিংস। শেষ ৫ উইকেট মাত্র ১৩ রানে হারিয়েছে স্বাগতিক দল।কোনো অবদান ছাড়াই বিদায় নিয়েছেন শেষ স্বীকৃত ব্যাটার মোসাদ্দেক। আর টেইল এন্ড উড়ে গেছে আসিথা ফার্নান্দোর তোপে। ক্যারিয়ার সেরা বোলিং করে ৫১ রানে ৬ উইকেট নিয়েছেন এ পেইসার। আর ম্যাচে নিয়েছেন মোট ১০ উইকেট।
১৬৯ রানে অলআউট হওয়ায় বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৮ রানের।