বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সবচেয়ে বেশি ফিল্ডিং করি, আমরাই ফিটেস্ট: সাকিব

  •    
  • ২৬ মে, ২০২২ ২০:০১

সাকিব বলেন, ‘আপনি দেখেন সব মিলায় আমরা ৪০০ থেকে ৪৫০ ওভার ফিল্ডিং করি। তো ফিট না হলে এত ওভার ফিল্ডিং করে আবার ব্যাটিং করা যায় কীভাবে? ফিজিক্যালি সবাই ফিট, মেন্টাল প্রবলেমটাই মেইন। সেটা নিয়ে আমাদের অনেক বেশি কাজ করার আছে।’

একটা কথা প্রায় সময়ই শোনা যায় যে বাংলাদেশ জাতীয় দল টেস্টের জন্য একেবারেই ফিট নয়। এমনকি কিছুদিন আগেই বোর্ড সভাপতি নিজেও বলেছিলেন ১০ দিন টেস্ট খেলার সামর্থ্য বাংলাদেশের খেলোয়াড়দের নেই।

বাংলাদেশের টেস্ট পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় বেশির ভাগ ম্যাচই বাংলাদেশের পক্ষে পুরো পাঁচ দিন খেলা সম্ভব হয়নি। ফিটনেসের অভাবে যে এমনটি হয়, সেটি খালি চোখেই স্পষ্ট বোঝা যায়।

এখন পর্যন্ত বাংলাদেশের খেলা ১৩১ টেস্টের ভেতর ৯৭ টেস্টে হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। আর এর মধ্যে ৪৫টিতেই বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে।

শতকরার হিসাবে সেটি ৫০ শতাংশের বেশি। লম্বা সময় ধরে মাঠে থাকার শক্তিটাই এর প্রধান অন্তরায়, বলে আসছেন ক্রিকেট বোদ্ধারা।

তবে জাতীয় দলের দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করছেন টেস্ট খেলুড়ে দলের মধ্যে বাংলাদেশের ক্রিকেটারদের শারীরিক ফিটনেস সবচেয়ে বেশি।

সাকিবের মতে, ফিটনেস নয়, দেশের ক্রিকেটারদের প্রধান সমস্যা মানসিক শক্তিমত্তার অভাব। এই দিকটাতে আরও অনেক কাজ করার আছে বলে মনে করছেন বাঁহাতি এই অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘আমি মনে করি টেস্ট ক্রিকেটে আমরা সবচেয়ে ফিটেস্ট টিম। কারণ আমরা সবচেয়ে বেশি ফিল্ডিং করি। ফিজিক্যালি আমরা ফিট, মেন্টালি সমস্যাটা আসলে বেশি। সেখানে আমাদের অনেক কাজ করার আছে। কিন্তু ফিজিক্যালি কিন্তু আমরা অনেক বেশি ফিট।’

তিনি আরও বলেন, ‘আপনি দেখেন সব মিলায় আমরা ৪০০ থেকে ৪৫০ ওভার ফিল্ডিং করি। তো ফিট না হলে এতো ওভার ফিল্ডিং করে আবার ব্যাটিং করা যায় কীভাবে? ফিজিক্যালি সবাই ফিট, মেন্টাল প্রবলেমটাই মেইন। সেটা নিয়ে আমাদের অনেক বেশি কাজ করার আছে।’

এ বিভাগের আরো খবর