লঙ্কানদের করা দ্বিতীয় ইনিংসে ১৪১ রানের লিডের জবাবে ব্যাট করতে নেমে আবারো ব্যাটিং বিপর্যয় সঙ্গী হয়েছে বাংলাদেশের। ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
যার ফলে শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের টেস্ট পরাজয়ের। প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয় আরও একবার সঙ্গী হয়েছে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে এসেও।
ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে পঞ্চম দিনে বাংলাদেশের প্রয়োজন অন্তত দুই সেশন টিকে থেকে লঙ্কানদের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয়া।
তবে শেষ দিন অন্তত প্রথম সেশনে কোন উইকেট হারাতে চায় না বাংলাদেশ। পঞ্চম দিনে লঙ্কানদের প্রথম ঘণ্টার আক্রমণ যদি বাংলাদেশ প্রতিহত করতে পারে তাহলে ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে বলে মনে করছেন জাতীয় দলের অল রাউন্ডার সাকিব আল হাসান।
সাকিব বলেন, ‘দলকে বাঁচাতে আমরা যারা আছি অর্থাৎ আমাদের হাতে যে ৬টি উইকেট সবাইকে কন্ট্রিবিউট করতে হবে। তা না হলে কঠিন হয়ে যাবে। এরকম সিচ্যুয়েশন, ৫ম দিনের প্রথম ঘণ্টায় শ্রীলঙ্কা আমাদের উপর ফুল অ্যাটাক করবে। আমরাও যদি তাদের জায়গায় থাকতাম তাহলে প্রথম দিকে অ্যাটাকে যেতাম।’
তিনি আরও বলেন, ‘তাই আমাদেরকে এটা হ্যান্ডেল করতে হবে। দিনের প্রথম ঘণ্টায় যদি উইকেট না হারিয়ে লাঞ্চ পর্যন্ত যাওয়া যায় তাহলে হয়ত একটা অবস্থা ফেরার ট্রাই করতে পারব।’