কিলিয়ান এমবাপে কোথাও যাচ্ছেন না, থাকছেন তার বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে। এ খবর এখন সবার জানা। তবে কয়েক সপ্তাহে এই ফরাসি তারকাকে নিয়ে দল বদলের আলোচনা কম চর্চা হয়নি। পিএসজি ছেড়ে যাবেন রিয়াল মাদ্রিদ এই গুঞ্জনই ছিল আলোচনার তুঙ্গে।
গত শনিবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এমবাপে নিজেই জানালেন পিএসজির সঙ্গে লোভনীয় অফারে নতুন চুক্তিতে আবদ্ধ হয়েছেন ২০২৫ সাল পর্যন্ত।
ফরাসি এই ফরোয়ার্ড ফুটবলার চলতি মৌসুমসহ ২০১৭ সালেও একবার ফিরিয়ে দিয়েছিলেন কার্লো আনচেলত্তির মাদ্রিদকে।
খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের এক সাক্ষাৎকারে মঙ্গলবার কার্লো আনচেলত্তিকে প্রশ্ন করা হয় মাদ্রিদকে এমবাপের প্রত্যাখ্যানের বিষয়ে।
জবাবে আনচেলত্তি বলেন, ‘এমবাপের এই গল্প থেকে দ্রুত বেরিয়ে যেতে চাই, কারণ আমার সম্পূর্ণ মনোযোগ এখন লিভারপুলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। যা ২৮ মে স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে।’
‘এটা পরিষ্কার যে আমাদের কী ভাবতে হবে। আমরা কখনই অন্য ক্লাবের খেলোয়াড়দের নিয়ে কথা বলতে চাই না। আমরা সবসময় সবার প্রতি শ্রদ্ধা রেখেছি। আমাদের যা ভাবতে হবে, তা হলো ফাইনালের জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়া।’
প্যারিসের স্তাদে দ্য ফ্রান্সের বড় ইভেন্টে মাদ্রিদের ম্যানেজার হিসেবে চতুর্থবারের মতো ইউরোপিয়ান কাপ জেতার লক্ষ্যে থাকবেন বলে জানিয়ে দেন ইতালিয়ান সাবেক এই খেলোয়াড় কার্লো আনচেলত্তি।