এএফসি কাপে সেমিফাইনাল খেলার আশা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়াকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ভারতের মোহনবাগানের কাছে বড় হারে কিছুটা শঙ্কায় পড়ে বসুন্ধরা।
মোহনবাগানের স্বদেশি গোকুলাম কেরালাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। বাংলাদেশের ক্লাবটির হয়ে গোল আসে রবসন রবিনিয়ো ও নুহা মারংয়ের পা থেকে। আর গোকুলামের হয়ে একমাত্র গোল করেন জোর্ডিন ফ্লেচার।
মঙ্গলবার বিকেলে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আক্রমণাত্মক ছন্দে শুরু করে বসুন্ধরা। কেরালাকে কোণঠাসা করে প্রথমার্ধে লিড নিয়ে নেয় কিংস। ৩৬ মিনিটে প্রথম গোল করেন রবিনিয়ো। শুরুতে জোরা সুযোগ হাতছাড়া করা ক্লাব অধিনায়ক তৃতীয় সুযোগে দলকে এগিয়ে দেন।
১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বসুন্ধরা। বিরতির পরও প্রেসিং অব্যাহত রাখে কিংস। ফলটাও পায় হাতেনাতে। ৫৪ মিনিটে মারংয়ের হেডারে ২-০ গোলের লিড ও ম্যাচ ভাগ্য নিশ্চিত করে ফেলে অস্কার ব্রুসনের দল।
ম্যাচ শেষ হওয়ার মিনিট ১৫ আগে জ্যামাইকান ফরোয়ার্ড ফ্লেচারের গোলে ব্যবধান কমায় গোকুল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।সেমিফাইনাল খেলার সুযোগ মিলছে কি না সেটা দেখতে কিংসকে অপেক্ষায় থাকতে হবে মোহনবাগান ও মাজিয়ার ম্যাচের। ম্যাচে মাজিয়া জিতলেই পরের রাউন্ডে উঠে যাবে কিংস।