ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২১-২২ মৌসুমের শেষ দিনে শিরোপা জয়ের মিশনে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। অ্যাস্টন ভিলার বিপক্ষে ইতিহাদ স্টেডিয়ামে এক পয়েন্ট পেলে পেপ গার্দিওলার দলের ৫ বছরে চতুর্থ লিগ শিরোপা নিশ্চিত হবে। আর ঐতিহাসিক কোয়াড্রাপল শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে আতিথ্য দেবে লিভারপুল।
লিগের শেষ রাউন্ডের ম্যাচের আগে সিটির পয়েন্ট ৯০ আর লিভারপুলের ৮৯।ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা রোববারের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেন, এমন দিনে আবেগকে সংযত করা মুশকিল। তবে তার খেলোয়াড়রা চেষ্টা করবেন যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে খেলার।
তিনি বলেন, ‘এই ধরনের একটি ম্যাচের আগে নিজের আবেগকে ধরে রাখা অনেকটাই অসম্ভব। খেলোয়াড়রাও মানুষ। কিন্তু বুঝতে হবে এটাই ফুটবল। অনেকেই মনে করছেন সবকিছু শেষ হয়ে গেছে। আসলে বিষয়টি তা নয়।’লিভারপুলের সামনে লিগ শিরোপা ও অন্যদিকে ইউরোপ সেরা হবার স্বপ্ন। আগামী সপ্তাহে প্যারিসের ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। এক বছরে চারটি বড় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এখন লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দল এরই মধ্যে লিগ কাপ ও এফএ কাপ শিরোপা ঘরে তুলেছে।ক্লপের মতে তার ছেলেরা মৌসুমে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে। লিগের শেষ দিনটা তাই তাদের উপভোগ করা উচিত।
এ জার্মান কোচ বলেন, ‘মৌসুমের শুরুতে যদি কেউ বলত যে আমরা ৩টি ফাইনালে পৌঁছাব ও লিগ শিরোপা লড়াইয়ে মাঠে নামব, সেটা হতো একটা অসম্ভব ব্যাপার। কিন্তু ছেলেরা আজ সেটাকে বাস্তবে রূপ দিয়েছে। সমর্থকরা সব সময় পাশে ছিল। তাদের জন্যও এটা একটি গর্বের মুহূর্ত। এখন আমাদের শেষ দুটি ম্যাচ উপভোগ করার বিষয়টি নিশ্চিত করতে হবে।’
আগামী মৌসুমে সিটি ও লিভারপুলের সাথে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত হয়েছে চেলসির। চতুর্থ স্থানের জন্য এখনও লড়াইয়ে টিকে রয়েছে টটেনহ্যাম হটস্পার ও আর্সেনাল। অবনমন নিশ্চিত হয়ে যাওয়া নরউইচ সিটির বিপক্ষে এক পয়েন্ট পেলে স্পার্সের চতুর্থ স্থান নিশ্চিত হবে। একই স্থান নিশ্চিত করতে আর্সেনালের জয় পেতে হবে এভারটনের বিপক্ষে।
রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শেষ ম্যাচ ডেতে সবগুলো খেলা শুরু হবে রাত ৯টায়।