ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত হয়েছিল আগেই। শনিবার রাতে নিশ্চিত হয় ক্লাবের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপের থেকে যাওয়া। আর মৌসুমে নিজেদের শেষ ম্যাচে পিএসজি মেতসকে হারিয়েছে ৫-০ গোলের বড় ব্যবধানে।
সব মিলিয়ে মৌসুমের সমাপনী দিনটা ছিল প্যারিসিয়ানদের জন্য উৎসবের। এর মধ্য দিয়ে পিএসজি বিদায় জানিয়েছে দলের পুরোনো সৈনিক আনহেল দি মারিয়াকে। এ আর্জেন্টাইন উইঙ্গার আগেই জানিয়েছিলেন এটাই তার শেষ মৌসুম হতে যাচ্ছে।
ম্যাচের শুরুতে সতীর্থরা গার্ড অফ অনার দেন দি মারিয়াকে। আর গ্যালারিতে ভক্তরা ব্যানার টানিয়েছিলেন তাকে ধন্যবাদ দিয়ে।
শেষ ম্যাচেও দারুণ খেলেছেন তিনি। দলের পাঁচ গোলের বন্যার শেষটি আসে তার পা থেকে। ৬৭ মিনিটে দি মারিয়া নাম ওঠান স্কোরশিটে। তবে তার আগে হ্যাটট্রিক করেন এমবাপে ও এক গোল করেন নেইমার। আর অ্যাসিস্ট আসে লিওনেল মেসির পা থেকে।
হ্যাটট্রিক করে মৌসুমে ২৮ গোল করা এমবাপে ফরাসি লিগের সর্বোচ্চ গোলদাতা হন। আর এক গোল করে পিএসজির জার্সিতে নেইমার শততম গোল করেন।
সব মিলিয়ে সেরা তারকাদের সেরা পারফরম্যান্স দিয়েই ভক্তদের মৌসুমের সমাপনী উপহার দেয় পিএসজি।
ম্যাচ শেষে ছিল শিরোপা উৎসব। মেসি, দি মারিয়া, লিয়ান্দ্রো পারেদেসসহ সব খেলোয়াড়ের পরিবার হাজির ছিলেন স্টেডিয়ামে। ম্যাচ শেষে বিদায়ী বক্তব্যে দি মারিয়া বলেন, তিনি চান আগামী বছর মেসি যেন ১০ নম্বরে জার্সি পরে খেলেন।
ফরাসি টিভি চ্যানেল কানাল প্লাসকে তিনি বলেন, ‘আমি নেইমারকে বলেছি যে সামনের মৌসুমে আমার ১১ নম্বর জার্সি নিয়ে নিতে। আর ওর ১০ নম্বর মেসিকে দিতে। সে বিশ্বের সেরা খেলোয়াড়। ১০ নম্বর জার্সিটা ওরই প্রাপ্য।’
ম্যাচের শেষে পিএসজি গোলকিপার কেইলর নাভাসও নিশ্চিত করেছেন ক্লাব ছাড়ছেন না তিনি। ইতালিয়ান গোলকিপার জানলুইজি দোন্নারুম্মা আসার পর গুঞ্জন শোনা যাচ্ছিল নাভাস ক্লাব ছেড়ে দেবেন। তবে ম্যাচ শেষে সে গুঞ্জন উড়িয়ে দেন তিনি।