বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোহনবাগানের কাছে ধরাশায়ী বসুন্ধরা

  •    
  • ২১ মে, ২০২২ ২০:১৪

বসুন্ধরার জালে তৃতীয় আঘাতটিও হানেন লিস্টন। ডানদিক থেকে কৃষ্ণার বাড়ানো বল ডি বক্সে অরক্ষিত অবস্থায় পেয়ে যান ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। বল জালে জড়াতে ভুল করেননি। পূর্ণ করেন হ্যাটট্রিক। 

এএফসি কাপের চলতি বছরের মিশন জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে বসুন্ধরা কিংস। মোহনবাগান এফসির কাছে ৪-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছেড়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা।

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বসুন্ধরাকে চেপে ধরে মোহনবাগান। ম্যাচের দ্বিতীয় মিনিটেই মার্ল ম্যাকহিউর দূরপাল্লার শটে এগিয়ে যেতে পারত মোহনবাগান। তবে বসুন্ধরার গোলকিপারের অসামান্য দক্ষতায় তা আর হয়ে উঠেনি।

প্রবল বৃষ্টির কারণে ছয় মিনিটে বন্ধ হয়ে ম্যাচ। একই কারণে ১২ মিনিটের মাথায় আরেক দফায় বন্ধ হয় ম্যাচ।

দ্বিতীয় দফায় ম্যাচ শুরুর ১৩ মিনিটে লিড নেয় মোহনবাগান। ম্যাচের ২৫তম মিনিটে বসুন্ধরার ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ডি বক্সে বল ক্লিয়ারে ব্যর্থ হলে, সুযোগটা কাজে লাগান লিস্টন সোলাসো।

৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় এই লিস্টনের বদৌলতেই। কাকিকোর পাস থেকে পাওয়া বল আনিসুর রহমানকে পরাস্থ করে ব্যবধান বাড়ান এই ভারতীয় এই উইঙ্গার।

২-০ তে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে ৫১ তম মিনিটে ম্যাচে ফেরার সম্ভাবনা জাগায় বসুন্ধরা। তবে ইয়াসিন আরাফাতের জোড়ালো সেই শট ঠেকিয়ে দেন মোহনবাগানের গোলরক্ষক আর্শ।

তার দুই মিনিট বাদেই বসুন্ধরার জালে তৃতীয় আঘাতটি হানেন লিস্টন। ডানদিক থেকে কৃষ্ণার বাড়ানো বল ডি বক্সের ভেতর অরক্ষিত অবস্থায় পেয়ে যান ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। বল জালে জড়াতে ভুল করেননি। পূর্ণ করেন হ্যাটট্রিক।

৫৬ তম মিনিটে আরও একবার সুযোগ হাতছাড়া হয় বসুন্ধরার। ফ্রি কিক থেকে করা ইয়াসিনের শট মিস হলে, আরও একবার গোলের সুযোগ হাতছাড়া হয় বসুন্ধরার।

৬৫ মিনিটের মাথায় বসুন্ধরার জালে চতুর্থ গোলের সম্ভাবনা তৈরি করেছেন লিস্টন। তবে সে যাত্রায় গোলরক্ষক আনিসুরের কল্যাণে বেঁচে যায় কিংস।

এরপর বেশি অপেক্ষা করতে হয়নি মোহনবাগানকে। ৭৭ মিনিটের মাথায় ব্রুজেন শিষ্যদের কফিনে শেষ পেরেকটি ঠুকেন উইলিয়ামস। ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহনবাগান।

এ বিভাগের আরো খবর