ইউরোপীয় ক্লাবগুলোর ফুটবলারদের দলবদলের মৌসুম শুরু হতে এখনও অনেক বাকি। এরই মধ্যে শুরু হয়ে গেছে দলবদলের দৌড়।
কোন তারকা ফুটবলার কোন দলে যাচ্ছেন, তা নিয়ে চলছে ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনা।
রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন মিডফিল্ডার ইসকো আলারকন। ক্লাবের হয়ে শতাধিক অ্যাসিস্ট আছে ইসকোর। স্প্যানিশ এই ক্লাব থেকে চারটি চ্যাম্পিয়নস লিগ ট্রফির স্বাদ পান তিনি।
মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, মিডফিল্ডার ইসকো মৌসুম শেষে বিদায় নেবেন। শুক্রবার রিয়াল বেতিসের বিপক্ষে মাদ্রিদের হয়ে শেষবারের মতো মাঠে নামেন ইসকো।
আনচেলত্তি সাংবাদিকদের বলেন, ‘রিয়াল মাদ্রিদের সঙ্গে ইসকোর ক্যারিয়ার আজ শেষ হচ্ছে এবং তার দুর্দান্ত ক্যারিয়ার ছিল ক্লাবের সঙ্গে।’
২০১৩ সালে ৩ কোটি ইউরোতে ৫ বছরের জন্য রিয়ালে যোগ দেন স্প্যানিশ এই ফুটবলার। প্রথম ম্যাচেই মাদ্রিদের হয়ে ১ অ্যাসিস্ট ও ১ গোল করে তিনি নজর কাড়েন মাদ্রিদ ভক্তদের।
মাদ্রিদের হয়ে এই মৌসুমে আর দেখা যাবে না ইসকোকে, তবে রিয়াল ছেড়ে কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কোনো ধারণা দেননি তিনি।