লা লিগা শিরোপা চার ম্যাচ আগে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে নিয়ম রক্ষার ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে কার্লো আনচেলত্তির দল। শুক্রবার রাতে নিজেদের মাঠে সে ম্যাচে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা।
আগের ম্যাচেও কাদিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় আনচেলত্তির দল। সে সময় খর্বশক্তির দল নিয়ে মাঠে নামলেও বেতিসের বিপক্ষে সেরা একাদশ মাঠে নামান মাদ্রিদ কোচ আনচেলত্তি। চ্যাম্পিয়নস লিগে ফাইনালের আগে প্রস্তুতিটা ভালো হয়নি আনচেলত্তির শিষ্যদের।
ফর্মে থাকা ফরোয়ার্ড কারিম বেনজেমা সুযোগ পান বেশ কয়েকবার। কাজে লাগাতে না পারায় ২৭ গোল নিয়ে মৌসুম শেষ করতে হচ্ছে তাকে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো তার শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামেন। বেনজেমা অধিনায়কত্ব ছেড়ে দেন মার্সেলোর হাতে। মাঠের দর্শক দাঁড়িয়ে দুজনকেই সম্মান প্রদর্শন করেন, যা ছিল দেখার মতো।
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৩ বার শিরোপা জিতেছে তারা।
২৮ মে প্যারিসের স্তাদ দ্য ফ্রান্সে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হবেন আনচেলত্তির শিষ্যরা।