২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে আসার পর তিনটি লিগ শিরোপা জিতে নিয়েছেন পেপ গার্দিওলা। সঙ্গে জিতেছেন এফএ কাপ, লিগ কাপসহ একাধিক ট্রফি। তবে, ইউরোপে সেরা ট্রফি চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি তার।
গার্দিওলার সর্বজয়ী ক্যারিয়ারে আক্ষেপ একটাই, বার্সেলোনা ছাড়ার পর এখনও ইউরোপ সেরা হতে পারেননি। চলতি মৌসুমেও সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয় তার দলকে।
সে লক্ষ্যে মৌসুম শেষ হওয়ার আগেই কাজ শুরু করে দিয়েছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। নরওয়ের তরুণ স্ট্রাইকার আর্লিং হালান্ডকে এরই মধ্যে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ৬ কোটি ইউরো খরচ করে বরুশিয়া ডর্টমুন্ডের এ তারকাকে ম্যানচেস্টারে এনেছে তারা।
তবে হালান্ডকে দলে নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না ইংলিশ জায়ান্টরা। ট্রান্সফার উইন্ডোতে আগামী মৌসুমে মিডফিল্ডার ও ফুলব্যাক কেনার চেষ্টা করবে তারা।
মৌসুম শেষে অভিজ্ঞ মিডফিল্ডার ফার্নান্দিনিয়ো ক্লাব ছাড়ছেন। লেফটব্যাক বেঞ্জামিন মেন্ডি ধর্ষণের অভিযোগে এখনও ক্লাব থেকে নিষিদ্ধ। দল ছাড়ছেন ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। একই সঙ্গে দল ছাড়ার আগ্রহ দেখিয়েছেন মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান।
ক্রীড়াবিষয়ক সাইট ইএসপিএন জানিয়েছে আর্সেনাল বা ইউভেন্তাসে যেতে পারেন জেসুস। আর গুন্দোয়ানের অপেক্ষায় আছে বার্সেলোনা।
গত জানুয়ারিতে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসকে রিভার প্লেট থেকে দলে টেনেছে সিটি।
আগামী মৌসুমের শেষে ফরোয়ার্ড রাহিম স্টার্লিংয়ের সাথেও সিটিজেনদের চুক্তির মেয়াদ শেষ হয় যাচ্ছে। এরপর তার সম্ভাব্য গন্তব্য আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস)।