লিভারপুল ও ম্যানচেস্টার সিটি মৌসুমের শুরু থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা নিয়ে একে অপরের সঙ্গে লড়ছে। পেপ গার্দিওলা ও ইয়ুর্গেন ক্লপের দলের লড়াইটা শেষ পর্যন্ত যেয়ে ঠেকতে পারে প্লে-অফে। প্রিমিয়ার লিগের এমন ইতিহাস বিরল হলেও ভক্তদের ভাবিয়ে তুলছে পয়েন্ট টেবিলের হিসাবে।
সিটি ও লিভারপুল ৩৭টি করে ম্যাচ খেলেছে। ৯০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ম্যানসিটি। অপরদিকে দুইয়ে আছে লিভারপুল। তাদের পয়েন্ট ৮৯।
মৌসুমের শেষ ম্যাচে রোববার ইতিহাদ স্টেডিয়ামে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পেপ গার্দিওলার শিষ্যরা। শিরোপা ঘরে তুলতে সিটিজেনদের চাই জয়।
একই সময়ে ইয়ুর্গেন ক্লপের ছেলেদের কাজ দুটো। এক, নিজ ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে জয় আর দুই, সিটির হারের আশায় থাকা।
মজার বিষয় হলো, রোববারের খেলা শেষে দুই প্রতিদ্বন্দ্বি থাকতে পারে একই বিন্দুতে। পয়েন্ট ও গোল পার্থক্যে সমান। সিটি বর্তমানে লিভারপুলের চেয়ে +৬ গোল পার্থক্যে এগিয়ে।
যদি শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ৬-০ গোলে হেরে যায় ম্যান সিটি আর লিভারপুল যদি উলভারহ্যাম্পটনের সঙ্গে ড্র করে, তাহলে দুই দলের সমান ৯০ পয়েন্টের পাশাপাশি গোল পার্থক্যও সমান হয়ে যাবে।
যে কারণে শিরোপা নির্ধারণ করতে দরকার পড়তে পারে প্লে-অফ ম্যাচের। তবে এগুলো সবই ভক্ত ও বিশ্লেষকদের হিসাবের ছঁক। ফুটবল মাঠে কী হয় সেটা দেখার অপেক্ষায় ভক্তদের থাকতে হচ্ছে আর তিন দিন।