অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস।
পুলিশের বরাত দিয়ে এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাতে টাউনসভিলের বাইরে সড়কে নিহত হন সাবেক অলরাউন্ডার। অবসরের পর টাউনসভিলে থাকতেন তিনি।
পুলিশ জানিয়েছে, অ্যালিস রিভার ব্রিজের কাছে হার্ভে রেঞ্জ রোডে গাড়ি চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন সাইমন্ডস। রাত ১১টার পরপরই সড়ক থেকে পড়ে তার গাড়িটি উল্টে যায়।
খবর পেয়ে জরুরি সহায়তা কর্মীরা ক্রিকেটারকে প্রাণে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।
অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্টে খেলেন অ্যান্ড্রু সাইমন্ডস। দুটি ওয়ানডে বিশ্বকাপজয়ী দলে ছিলেন তিনি।
ক্লো ও বিলি নামের দুই সন্তান রয়েছে এ ক্রিকেটারের।
দুর্ঘটনার খবর পেয়ে সিডনি থেকে বিমানে চড়ে টাউনসভিলে যান সাইমন্ডসের স্ত্রী লরা। তিনি রোববার সকালে দ্য কুরিয়ার-মেইলকে বলেন, ‘আমরা এখনও শোকাচ্ছন্ন। আমি শুধু দুই সন্তানের কথা ভাবছি।
‘তিনি মহান এক মানুষ ছিলেন, যার অনেক কিছু পেয়েছে তার সন্তানরা।’
ক্রিকেটারদের শ্রদ্ধা
সড়ক দুর্ঘটনায় নিহত অ্যান্ড্রু সাইমন্ডসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নিজ দেশ অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ক্রিকেটাররা।
সাইমন্ডসের সতীর্থ উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট টুইটারে লেখেন, ‘এটা আসলেই ব্যথিত করেছে।’
অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক মার্ক টেইলর বলেন, শেন ওয়ার্ন, রড মার্শ ও ডিন জোন্সের মৃত্যুর পর ‘এটা ক্রিকেটের জন্য আরেকটি বিষাদময় দিন’।
তিনি আরও বলেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না।’
ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘সিমো...এটা (মৃত্যুর খবর) সত্যি মনে হচ্ছে না।’