বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিম কম্বিনেশনের কারণে জায়গা হয়নি দাবি মোসাদ্দেকের

  •    
  • ১১ মে, ২০২২ ১৯:৩২

তিন টেস্ট খেলে ১টি ফিফটি মোসাদ্দেকের। লোয়ার অর্ডারে ব্যাট করেন। সে জায়গা চলে গেছে ইয়াসির রাব্বির কাছে। কখনও লোয়ার অর্ডারে ভালো করছেন মেহেদী মিরাজ। মোসাদ্দেকের একাদশে জায়গা করে নেয়াটা তার চোখেও কঠিন।

জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন প্রায় তিন বছর আগে। মোসাদ্দেক সৈকতের ধারনা দলের কম্বিনেশনের কারণেই টেস্ট দলে অনিয়মিত তিনি। বুধবার বিকেএসপিতে বৃষ্টি বিরতির ফাঁকে সাংবাদিকদের এমনটাই বলেন মোসাদ্দেক।

তিন টেস্ট খেলে ১টি ফিফটি মোসাদ্দেকের। লোয়ার অর্ডারে ব্যাট করেন। সে জায়গা চলে গেছে ইয়াসির রাব্বির কাছে। কখনও লোয়ার অর্ডারে ভালো করছেন মেহেদী মিরাজ। মোসাদ্দেকের একাদশে জায়গা করে নেয়াটা তার চোখেও কঠিন।

তিনি বলেন, ‘যখন শুরু করছি টেস্ট ক্রিকেট ওই সময় থেকে ভালো। এখন পর্যন্ত যেখানে খেলছি সেখানে ভালো করার চেষ্টা করছি। দুর্ভাগ্যজনকভাবে টিম কম্বিনেশনের কারণ হয়তো জায়গা হয়নি। আবার সুযোগ আসছে। চেষ্টা করব যেন ধরে রাখতে পারি।’

শ্রীলঙ্কার বিপক্ষে বিসিবি একাদশের হয়ে ব্যাট হাতে নামার সুযোগ ছিল মোসাদ্দেকের। তবে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তেমনটা হয়নি। তবে প্রতিপক্ষ হিসেবে লঙ্কানরা পরিচিত বাংলাদেশের কাছে। যে কারণে সিরিজে ভালো করা টাইগারদের জন্য কঠিন হবে না বলে মনে করেন, ঘরোয়া ক্রিকেটে আবাহনী লিমিটেডের অধিনায়ক।

মোসাদ্দেক বলেন, ‘আমাদের খুবই পরিচিত একটা প্রতিপক্ষ। এর আগে অনেকবার আমরা ওদের সঙ্গে খেলেছি। ওদের বিপক্ষে জয় ও হার সব স্মৃতি আমাদের আছে। অবশ্যই চেষ্টা থাকবে শতভাগ দেয়ার ও জেতার দিকে লক্ষ্য থাকবে।’

এ বিভাগের আরো খবর