বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এশিয়ান আর্চারিতে তিন স্বর্ণ হাতছাড়া বাংলাদেশের

  •    
  • ১১ মে, ২০২২ ১৮:০০

ইরাকের সুলেমানিয়ায় বিকেলে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের ফাইনালে নেমেছিলেন রোমান সানা। তবে ভারতের আর্চার মৃণাল চৌহানের কাছে হেরে যান বাংলাদেশের সেরা আর্চার। চৌহান ৬-২ সেটে ফাইনাল জিতে স্বর্ণ নিশ্চিত করেন।

স্বর্ণ ছাড়াই এশিয়ান আর্চারির মিশন শেষ করল বাংলাদেশ। ইরাকে আয়োজিত টুর্নামেন্টের শেষ দিন ৩টি স্বর্ণ জয়ের সম্ভাবনা থাকলেও ৩ ইভেন্টেই রৌপ্য জিতে সন্তুষ্ট থাকতে হয় রোমান-দিয়াদের।

ইরাকের সুলেমানিয়ায় বিকেলে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের ফাইনালে নেমেছিলেন রোমান সানা। তবে ভারতের আর্চার মৃণাল চৌহানের কাছে হেরে যান বাংলাদেশের সেরা আর্চার। চৌহান ৬-২ সেটে ফাইনাল জিতে স্বর্ণ নিশ্চিত করেন।

পুরুষদের ইভেন্টে রৌপ্য জয়ের পাশাপাশি ব্যক্তিগত নারী রিকার্ভে ব্রোঞ্জ জিতেছেন দিয়া সিদ্দিকী। ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন বাংলাদেশেরই আরেক আর্চার বিউটি রায়। বিউটিকে হারিয়ে পদক জিতে নেন দিয়া।

শেষ দিন আরও দুটি ইভেন্টের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। রিকার্ভের দলগত নারী ও পুরুষ দুই ইভেন্টেই বাংলাদেশের সামনে সম্ভাবনা ছিল স্বর্ণের।

তবে ফাইনালে ভারতের কাছে হেরে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। সবমিলিয়ে এবারের আসরে ৪টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ জিতেছেন রোমান-দিয়ারা।

বাংলাদেশের বাকি ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ এসেছে কম্পাউন্ডের ৫টি ক্যাটাগরিতে।

এ বিভাগের আরো খবর