লম্বা সময় ধরে আন্তর্জাতিক কোনো দলের বিপক্ষে মাঠে নামা হয়নি মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল বিজয় ও মোহাম্মদ মিঠুনের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক দলের বিপক্ষে মাঠে নামার সুযোগ হয়েছে এই তিন ক্রিকেটারের।
বিসিবি একাদশ দলে তারা তিনজনই সবচেয়ে সিনিয়র। লম্বা সময় পর লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার সুযোগ তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক।
জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের মতে, এই সুযোগ ভালোভাবে কাজে লাগাতে পারলে বিসিবির প্রক্রিয়ার ভেতর দিয়ে জাতীয় দলে ঢোকাটা তাদের জন্য সহজ হবে।
রাজ্জাক বলেন, ‘বিজয় শেষ প্রিমিয়ার লিগে পারফর্ম করেছে। ও এই জায়গাটা ডিজার্ভ করে। এটা বলব না জাতীয় দলে। কারণ ওখানে খেলতে হলে অনেক হিসাব থাকে। কোন জায়গায় খেলবে, ওখানে কে খেলছে, এগুলো বিভিন্ন রকম হিসাব থাকে।
‘তারপরও ভালো খেললে যে কেউ পিছিয়ে থাকবে না, বিজয় তার প্রমাণ। সে ভালো করেছে ও দলে ফিরেছে। প্রস্তুতি ম্যাচের জন্য এসেছে তার মানে এই যে না শুধু এই দলেই খেলবে। এ-টিমে খেলবে, জাতীয় দলে সুযোগ থাকলে সেখানে খেলবে। শুধু বিজয় না, যাদের নেয়া হয়েছে সুযোগ আসলে তারা জাতীয় দলে খেলতে পারে।’
রাজ্জাক মনে করেন এরা বোর্ডের পরিকল্পনার একটি অংশ। জাতীয় দলে সুযোগ পাওয়ার পরিকল্পনা তাদের নিয়ে না থাকলে হয়তো তাদের ডাকা হতো না বলেও জানান তিনি।
রাজ্জাক বলেন, ‘মোসাদ্দেককে পরিকল্পনায় না রাখলে এখানে রাখা হতো না। যাদের নেওয়া হয়েছে সবাই আমাদের পরিকল্পনার মধ্যে আছে। যেহেতু সুযোগ এসেছে জাতীয় দলের বিপক্ষে খেলার, এখানে ও কী রকম খেলতে পারে এটাও দেখে নেয়া হবে।’