বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুশফিককে বাদ দেয়ার কথা ভাবছেন না নির্বাচকরা

  •    
  • ১০ মে, ২০২২ ১৭:৫১

ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের অন্যতম ভরসার নাম মুশফিক। তবে সম্প্রতি ব্যাট হাতে ছন্দে নেই মিস্টার ডিপেন্ডেবল। যে কারণে কোনো একটা ফরম্যাট ছেড়ে বাকিগুলোতে মনোযোগ দেয়ার পরামর্শ বিশ্লেষকদের।

দিন দুয়েক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, কোনো ফরম্যাট ছাড়তে হলে সিদ্ধান্তটা সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকেই আসা উচিৎ। বোর্ড সভাপতি কোনো ক্রিকেটারের নাম উল্লেখ না করলেও, ক্রিকেট পাড়ায় গুঞ্জন ইঙ্গিত ছিল মুশফিকুর রহিমের দিকে।

তবে জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন। তার মতে বোর্ড সভাপতির ভাষ্যটি খুব স্বভাবিক। যেহেতু মুশফিকের নাম বিসিবি প্রধান নেননি তাই তাকে এর মধ্যে টানাটা যৌক্তিক হচ্ছে না বলে মনে করছেন সাবেক এ ক্রিকেটার।

ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের অন্যতম ভরসার নাম মুশফিক। তবে সম্প্রতি ব্যাট হাতে ছন্দে নেই মিস্টার ডিপেন্ডেবল। যে কারণে কোনো একটা ফরম্যাট ছেড়ে বাকিগুলোতে মনোযোগ দেয়ার পরামর্শ বিশ্লেষকদের।টি-টোয়েন্টিতে তাকে মাঝে বিশ্রামও দেওয়া হয়েছিল। মুশফিক নিজে অবশ্য কোনো সিদ্ধান্ত নেননি। নির্বাচকরা অন্তত সংবাদমাধ্যমে বলছেন তারা চিন্তিত নন।

রাজ্জাক মঙ্গলবার বিকেএসপিতে নিউজবাংলাকে বলেন, ‘না না, এগুলো আসলে কিছু হয়নি (আলাপ আলোচনা)। পাপন ভাই যেটা বলেছে সেটা কিন্তু অযৌক্তিক না। উনি কারও নাম ধরে বলেনি। যেমন তামিমের ক্ষেত্রে আপনারা সবাই বলছেন ওকে নেওয়া উচিত। কিন্তু ও মনে করেছে ছেড়ে দেওয়া উচিত, ও করেছে।

‘সবাই মুশফিকের কথা কেন বলছে আমি জানিনা। কারণ কারও নাম তো উচ্চারণ করেননি। মুশফিক সহ সব সিনিয়রের জন্যই বলেছে। হয়তো পাপন ভাই ওভাবেই বলেছে যদি এরকম হয় সে যেন ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে। কারণ মিডিয়া থেকে পাপন ভাই জানবে বা পাপন ভাই থেকে মিডিয়া জানবে বা মুশফিকসহ সিনিয়র ক্রিকেটাররা জানবে এটা ঠিক হবে না।’

মুশফিকসহ বাকি ক্রিকেটারদের সঙ্গেও বাদ যাওয়া প্রসঙ্গে আলোচনা করেনি বোর্ড এমনটাই জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।

রাজ্জাক বলেন, ‘না আসলে এরকম কোনো আলোচনা হয়নি। হলে অবশ্যই আমরা কথাই বলতাম। কথা বলতে সমস্যা কি? যদি আমার কাছে মনে হয় কোনো একজন ক্রিকেটারকে নিয়ে যে কথা বলা দরকার তাহলে সমস্যা নেই। যখন আমরা চিন্তা করবো, সিদ্ধান্ত নিব তখন অবশ্যই আমরা কথা বলব।’

এ বিভাগের আরো খবর