বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে ঘরের মতো উইকেটই পাবে শ্রীলঙ্কা

  •    
  • ১০ মে, ২০২২ ১৭:২৭

সিরিজের উইকেট স্পোর্টিং হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক। তার মতে লঙ্কানরা তাদের ঘরের মতো উইকেট বাংলাদেশে পাবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচে থেকে বাংলাদেশের সফরে এসেছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত চ্যাম্পিয়নশিপে খেলা চার ম্যাচের দুটিতে জয় আর দুটিতে পরাজিত হয়েছে লঙ্কানরা। এই দুই জয়ের দুটিই সফরকারীরা পেয়েছে নিজ মাঠে; ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর হারের মুখ দেখা ম্যাচ দুটি ছিল ভারতে।

এমন অবস্থায় বাংলাদেশের স্লো এবং লো উইকেটে টাইগারদের বিপক্ষে খেলতে এসেছে লঙ্কানরা। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবে চট্টগ্রামে ১৫ মে থেকে। দ্বিতীয়টি মাঠে গড়াবে ২৩ মে শেরে বাংলায়।

তবে এ সিরিজের উইকেট স্পোর্টিং হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক। তার মতে লঙ্কানরা তাদের ঘরের মতো উইকেট বাংলাদেশে পাবে। এর একটি বড় কারণ হোম অফ ক্রিকেটের কিউরেটর একজন লঙ্কান।

মঙ্গলবার বিকেএসপিতে বাংলাদেশ একাদশ বনাম শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচের প্রথম দিনশেষে সাংবাদিকদের এমনটাই জানান রাজ্জাক।

তিনি বলেন, ‘এখানে আসলে স্পোর্টিং উইকেট হবে। শ্রীলঙ্কাতে যে ধরনের কন্ডিশনে ও ওরা যা যা করতে পারে আমাদেরও ঠিক তাই। ওরা যা বানাতে পারে আমরাও তা তা বানাতে পারি। খুব বেশি একটা পরিবর্তন আসলে দেখা যাবে না।’

স্পোর্টিং উইকেট হতে হলে পিচে ন্যুনতম ৬ মিলিমিটার ঘাস থাকতে হয়। যেটা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রয়েছে। চলমান বৈরি আবহাওয়া যদি বলবৎ থাকে, তবে সেই উইকেট স্পোর্টিং হবে কিনা সেটি নিয়েও সংশয় প্রকাশ করেন সাবেক এই ক্রিকেটার।

রাজ্জাক বলেন, ‘আমার মনে হয় স্পোর্টিং উইকেট থাকবে, কিন্তু এমন আবাহাওয়া থাকলে সেটা বোঝা যাবে না।’

বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ শুরুর আধঘণ্টা পরই বৃষ্টি নামে। দিনভর বৃষ্টিতে দিনে আর দুই দল মাঠে নামতে পারেনি।

এ বিভাগের আরো খবর