তিন ফরম্যাটে ভিন্ন কোচ নিয়োগের পথে হাঁটছে টিম ইংল্যান্ড। সাদা ও লাল বলের ক্রিকেটের জন্য ভিন্ন কোচ নিয়োগ দিতে যাচ্ছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইসিবি। এরই মধ্যে সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে।
সম্প্রতি টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে বেন স্টোকসকে। এবার পালা কোচ নিয়োগের। ইতোমধ্যেই বেশ কয়েকজন কোচের সঙ্গে আলোচনা করে সংক্ষিপ্ত তালিকাও প্রস্তুত করে ফেলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সীমিত ওভারের ক্রিকেটের জন্য ইসিবির পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন সাবেক কিউই অধিনায়ক ও উইকেট রক্ষক ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম।
অন্যদিকে সাবেক সাউথ আফ্রিকান ক্রিকেটার গ্যারি কারস্টেন রয়েছেন লাল বলের ক্রিকেটের কোচের তালিকায় সবার ওপরে।
ম্যাককালাম যে আসছেন সাদা বলের কোচ হয়ে, তার কিছুটা ইঙ্গিত পাওয়া যায় ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান ব্যবস্থাপক রব কির কথায়। কোচের বিষয়ে সাবেক অধিনায়ক ইয়ন মরগানের সঙ্গে আলোচনায় বসেছিলেন বলেও জানান তিনি।
মরগান ও ম্যাককালাম একই সঙ্গে ছিলেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে। মরগান ছিলেন ক্রিকেটার হয়ে আর ম্যাককালাম প্রধান কোচ। ইংলিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, মরগানের পরামর্শেই ম্যাককালামের কথা ভাবছে ইসিবি।
কি বলেন, ‘আমি ইয়নের সঙ্গে লাল বলের ক্রিকেটের বিষয়ে কথা বলেছি। সে এমন একজন মানুষ, যার সঙ্গে আমি বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারি। সাদা বলের ক্রিকেটে তো সে সেরাদের একজন।’
তিনি আরও বলেন, ‘সে জানে কাকে দায়িত্ব দেয়া যেতে পারে। সেই হিসেবেই আমরা ডাকব।’
এদিকে ইসিবির পছন্দের তালিকায় রয়েছেন আরও চারজন। তারা হলেন সাইমন ক্যাটিচ, পল কলিংউড, নিক নাইট ও মার্ক অ্যালেন। শেষ দুজনের তেমন নামডাক না থাকলেও চমক হিসেবে তারাও বুঝে পেতে পারেন সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের দায়িত্ব।