শ্রীলঙ্কার দায়িত্ব নেয়ার পর ইংলিশ কোচ ক্রিস সিলভারউডের প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশ সফর। ৮ মে ঢাকা আসছে শ্রীলঙ্কা। এক সংবাদ সম্মেলনে সিলভারউড জানান, আটঘাট বেঁধেই তারা নামছেন সিরিজে।
নতুন কোচের লক্ষ্য সামগ্রিক অনুশীলন নয়। সিলভারউড চান নির্দিষ্ট কন্ডিশন, প্রতিপক্ষ ও সিরিজকে সামনে রেখে পরিকল্পনামাফিক অনুশীলন।
শ্রীলঙ্কার নতুন কোচ বলেন, ‘আমি ছেলেদের বলেছি, অনুশীলনের সময় নির্দিষ্ট লক্ষ্য রাখতে। কার বিপক্ষে খেলতে যাচ্ছে ও কোন পরিস্থিতিতে, সেটা মাথায় রেখে অনুশীলন করলে তারা আগের চেয়ে উন্নতি করবে। এর সঙ্গে নিজের শক্তির জায়গার পাশাপাশি নিজের দুর্বলতা নিয়েও কাজ করতে হবে।’
শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই দলেরই বোলিংয়ের মূল শক্তি স্পিন। তবে লঙ্কান কোচ জানালেন, পেইসার ও স্পিনার উভয়ের কাছ থেকে স্পেলের শুরুতে উইকেট প্রত্যাশা করছেন তিনি। এতে করে প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখা সহজ হবে।
সিলভারউড যোগ করেন, ‘আমি বোলারদের বলেছি, নিজের করা প্রথম ১২টি বলের ওপর মনোযোগ রাখতে। নিজের স্পেলের প্রথম দুই ওভারে প্রভাব ফেলা সম্ভব ও ব্যাটারদের চাপে ফেলা সম্ভব।’
টেস্ট ক্রিকেটে লঙ্কানদের রমরমা অবস্থা এখন আর নেই। মুরালিধরন, সাঙ্গাকারা, জয়াওয়ার্দেনের বিদায়ের পর ধুঁকছে লঙ্কার ক্রিকেট। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ছন্দ ফিরিয়ে আনতে চান সিলভারউড। শ্রীলঙ্কার নিজস্ব ধাঁচে ক্রিকেট খেলা ফিরিয়ে আনতে চান তিনি।
সিলভারউড বলেন, ‘আমি শ্রীলঙ্কার সেই চটকদার ক্রিকেট ফিরিয়ে আনতে চাই। আমি চাই যে ছেলেরা নির্ভয়ে খেলুক। নিজেদের মতো খেলুক অন্য কারও মতো নয়।’
৯ মে থেকে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট।