বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘কোহলির সমস্যাটা মানসিক’

  •    
  • ৩ মে, ২০২২ ১৭:৩৮

কোহলির রান-খরা কেটে যাবে ভক্তদের এমন আশ্বাস দেন ভিলিয়ার্স। তবে রান না পাওয়ার বিষয়টি মূলত মানসিক- এমনটা বলেন তিনি।

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় ভিরাট কোহলির রান-খরা। একসময়কার বিশ্বসেরা ব্যাটার গত ১০০ ইনিংসে শতরানের দেখা পাননি। টেস্ট, ওয়ানডের পর ধুঁকছেন আইপিএলেও।

সাবেক ভারতীয় অধিনায়কের এমন দুর্দশা চোখ এড়ায়নি তার সাবেক সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের। কোহলি ও ভিলিয়ার্স একসঙ্গে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলেছেন। সেখানে কাছ থেকে এই তারকা ব্যাটারকে দেখেছেন ভিলিয়ার্স।

সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক ভিলিয়ার্সের মতে, কোহলির রান-খরার বিষয়টি সাময়িক। একটা বা দুইটা ভালো ইনিংস খেললেই তিনি ছন্দে ফিরে আসবেন বিশ্বাস ভিলিয়ার্সের।

বার্তা সংস্থা এএফপিকে এক সাক্ষাৎকারে ভিলিয়ার্স আরও বলেন, ‘ব্যাটার হিসেবে একটা বা দুটা খারাপ ইনিংস খেললেই আপনার ধারাপ ফর্ম নিয়ে আলোচনা শুরু হয়। এরপর একের পর এক ইনিংস খারাপ হতে থাকে। সেখান থেকে বের হওয়াটা মুশকিল।’

কোহলির রান-খরা কেটে যাবে ভক্তদের এমন আশ্বাস দেন ভিলিয়ার্স। তবে রান না পাওয়ার বিষয়টি মূলত মানসিক- এমনটা বলেন তিনি।

তিনি বলেন, ‘আসলে কত শতাংশ সেটা বলতে পারব না; তবে মনের জোর থাকাটা জরুরি ও মানসিকভাবেই মূল লড়াইটা করতে হয়। রাতারাতি কেউ খারাপ খেলোয়াড় হয় না। আমি যেমন এটা জানি, ভিরাটও জানে। পুরো বিষয়টাকে আপনি কীভাবে নিচ্ছেন ও মানসিকভাবে কীভাবে সামলাচ্ছেন সেটাই আসল।’

এ বিভাগের আরো খবর