আইপিএলের চলতি আসরে দিল্লি ক্যাপিটেলসের হয়ে আগুন ঝরাচ্ছেন জাতীয় দলের পেইসার মুস্তাফিজুর রহমান। কলকাতার বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে কাটার মাস্টারের আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং ফিগারে দিল্লি জিতেছে ৪ উইকেটে।
কলকাতার বিপক্ষে চার ওভারের স্পেলে ফিজ দিয়েছেন ১৮ রান। ৪ দশমিক ৫০ ইকোনোমি রেটে নিয়েছেন ৩ উইকেট। আর এটিই আইপিএলে মুস্তাফিজের দ্বিতীয় সেরা বোলিং ফিগার।
পাওয়ার প্লেতে মুস্তফিজ ছিলেন বেশ কিপটে। কিপটে বোলিংয়ের পর ডেথ ওভারে গিয়ে দেখান তার বিধ্বংসী রূপ। আর তাতেই দেড় শ রানের নিচেই কলকাতাকে বেঁধে ফেলেছিল দিল্লি।
২০১৬ সালে আইপিএলে অভিষেকের সময় মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন ফিজ। আইপিএলে সেটিই এখন পর্যন্ত ফিজের সেরা বোলিং।
চলতি আসরে নিজের প্রথম ম্যাচে ২৩ রানের খরচায় নেন ৩ উইকেট। এরপর টানা তিন ম্যাচ তাকে থাকতে হয় উইকেটশূন্য।
কলকাতার বিপক্ষে ম্যাচের আগের দুই ম্যাচে একটি করে উইকেট নিয়েছেন। তবে বৃহস্পতিবার স্বরূপে ফিরলেন কাটার মাস্টার।
নিজের প্রথম ওভারের প্রথম বল ওয়াইড দিয়ে শুরু করলেই সে ওভারে কেবল দুই রান দেন ফিজ। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে দেন ৫ রান।
স্পেলের তৃতীয় ওভারে এসে বেশ মার খাতে হয় কাটার মাস্টারকে। তবে ফিজ ঘুরে দাঁড়ান নিজের শেষ ওভারে।
২০তম ওভারের দ্বিতীয় বলে ফিজ নিজের প্রথম শিকারে পরিণত করেন রিংকু সিংকে। চতুর্থ ও পঞ্চম বলে নিতিশ রানা ও টিম সাউদিকে ফেরান তিনি। সেই ওভারে মাত্র দুই রানের খরচায় তিন উইকেট ঝুলিতে পুরেন মুস্তাফিজ।