দুই বছর ধরে হাঁটুর ইনজুরিতে ভুগতে থাকা টেনিসের সাবেক নাম্বার শীর্ষ তারকা রজার ফেডেরার মাঠে ফিরছেন চলতি বছরের অক্টোবরে। সুইজারল্যান্ডের বাসেল ইনডোর টুর্নামেন্টের মাধ্যমে কোর্টে ফিরতে পারেন ফেডেরার এমনটা আশা করছে আয়োজকেরা।
উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পোলিশ খেলোয়াড় হুবার্টস হারকাটসের বিপক্ষে হারের পর গত জুলাই থেকে কোনো ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি এ সুইস কিংবদন্তি।সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কে এক বার্তা দিয়েছেন ফেদেরার, ‘ঘরের মাঠের টুর্নামেন্টে খেলতে মুখিয়ে আছি।’চলতি বছরের আগস্টে ৪১ বছরে পা রাখতে যাওয়া ফেডেরার উইম্বডনের পর বেশ কয়েকটি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। টোকিও অলিম্পিকসেও তার খেলা হয়নি। এরপর ১৮ মাসের মধ্যে তৃতীয়বার ডান হাঁটুতে অস্ত্রোপচার করান। ২০২১ সালে ফেডেরার মাত্র ১৩টি ম্যাচ খেলেন। এর আগের বছর খেলেছেন মাত্র ৬টি ম্যাচ।ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিতেছেন। নোভাক জকোভিচও সমসংখ্যক গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে এই দুজনকে টপকে গেছেন স্প্যানিশ রাফাযেল নাদাল। ২০১৮ সালের সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জয় করেন ফেডেরার।