বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চার ট্রফি জয়ের চাপ না নেয়ার পরামর্শ ফন ডাইকের

  •    
  • ১৯ এপ্রিল, ২০২২ ১৩:১৩

দলকে মৌসুমের সব শিরোপা জয়ের চাপ না নেয়ার আহ্বান জানান ক্লাবের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। ইংল্যান্ডের কোনো ক্লাব এখনও কোয়াড্রুপল জয় করতে পারেনি।

চলতি মৌসুমে ৪টি শিরোপার সবগুলো জয়ের সম্ভাবনা আছে লিভারপুলের সামনে। এফএ কাপের ফাইনালে উঠেছে সাবেক চ্যাম্পিয়নরা। একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লিভারপুল খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। লিগে ম্যানচেস্টার সিটির পেছনে থেকে দুই নম্বরে আছে আর ফেব্রুয়ারিতে চেলসিকে হারিয়ে লিগ কাপের শিরোপা ঘরে তুলেছে তারা।

বাকি তিন শিরোপার অপেক্ষায় আছেন লিভারপুলের ভক্তরা। তবে দলকে মৌসুমের সব শিরোপা জয়ের চাপ না নেয়ার আহ্বান জানান ক্লাবের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। ইংল্যান্ডের কোনো ক্লাব এখনও কোয়াড্রুপল জয় করতে পারেনি।

লিভারপুলের ওয়বসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার রাতে ফন ডাইক বলেন, ‘কোয়াড্রুপল বা ট্রেবল জয়ের আলোচনা বাইরে হচ্ছে। যা বাড়তি চাপ তৈরি করছে। সবার স্বপ্ন এমন অর্জনের। সবগুলো টুর্নামেন্টে জয়ের আশা নিয়ে আমরা খেলতে নামি। চেষ্টা থাকবে এটি অর্জনের। যে কোনো কিছু ঘটতে পারে। অন্য দলের জন্যও এটি প্রযোজ্য।’লিভারপুলের অসাধারণ মৌসুমের জন্য গুরুত্বপুর্ণ ছিল ফন ডাইকের ফিরে আসা। নেদারল্যান্ডস জাতীয় দলের অধিনায়ক ফন ডাইক গত মৌসুমে লিগামেন্টের ইনজুরিতে প্রায় ১০ মাস মাঠের বাইরে ছিলেন।

পুরো সুস্থ হয়ে ফিরে আসাটা উপভোগ করছেন বলে জানান ফন ডাইক। লিভারপুলের পাশাপাশি বিশ্বকাপের জন্যও সেরাটা দিতে মুখিয়ে আছেন তিনি।

ফন ডাইক যোগ করেন, ‘ কিছুদিন আগেও আমি ভালো ফুটবল খেলিনি। কিছুটা নিস্তেজ ছিলাম। সে কারণে এখন আরও বেশি উপভোগ করছি। এটি ধরে রাখতে চাই। ফিট থাকতে চাই ও ম্যাচ জিততে চাই। একই সঙ্গে বিশ্বকাপের জন্যও প্রস্তুত হতে চাই।’

আপাতত ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে ভাবতে হচ্ছে ভার্জিল ফন ডাইককে। মঙ্গলবার রাত ১টায় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে লিভারপুল।

এ বিভাগের আরো খবর