নতুন ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে দারুণ শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট পান এ বাঁহাতি।
পরের দুই ম্যাচে নাইট রাইডার্স ও সুপার জায়ান্টসের বিপক্ষে উইকেট না পেলেও রান কম দিয়ে আটকে রাখেন ব্যাটারদের।
চার নম্বর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের (আরসিবি) বিপক্ষে সেটাও হলো না। প্রথম তিন ওভারে ২০ রান দেয়ার পর ইনিংসের ১৮তম ওভারে ২৮ রান দেন দ্য ফিজ।
টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ডেথ বোলার হিসেবে সুনাম রয়েছে মুস্তাফিজের। যে কারণে অধিনায়ক চান ইনিংসের শেষ ৩-৪ ওভারে মুস্তাফিজ বল করুক।
শনিবার রাতেও এর ব্যতিক্রম হয়নি। আরসিবির বিপক্ষে তাকে ১৮তম ওভারে বোলিংয়ে আনেন ক্যাপিটালসের অধিনায়ক রিষাভ পান্ট। উইকেটে ছিলেন আরসিবির অভিজ্ঞ ব্যাটার দিনেশ কার্তিক।
ওই ওভারে চারটি ৪ ও দুটি ছক্কাসহ মোট ২৮ রান তুলে নেন কার্তিক। পূর্ণ করেন নিজের হাফসেঞ্চুরি। অন্যদিকে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ।
৪ ওভারে ৪৮ রান দেন তিনি। তার এমন পারফরম্যান্সের দিন হেরে গেছে তার দল দিল্লি ক্যাপিটালস। আরসিবির করা ৫ উইকেটে ১৮৯ রানের জবাবে ৭ উইকেটে ১৭৩ রানের বেশি করতে পারেনি দিল্লি ক্যাপিটালস।
ফলে ১৬ রানের জয় পায় আরসিবি।