৩ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে মে মাসে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কার নারী দল। করাচীর সাউথেন্ড ক্লাবে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো।
সবকিছু ঠিক থাকলে ১৯ মে করাচী পৌঁছাবে লঙ্কান মেয়েরা। তিন দিনের অনুশীলনের পর ২৪ তারিখ থেকে শুরু হবে সিরিজের আনুষ্ঠানিকতা।
২৪, ২৬ ও ২৮ মে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি।
ওয়ানডে নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ১ জুন। ৩ ও ৫ জুন মাঠে গড়াবে সিরিজের বাকি দুটি ওয়ানডে।
২০১৮ সালের পর এই প্রথম ঘরের মাঠে নারীদের সিরিজ আয়োজন করছে পিসিবি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের মাঠে সিরিজ খেলেছিল পাকিস্তান। একইসঙ্গে করোনা পরিস্থিতির পর এটিই পাকিস্তানের নারীদের প্রথম আন্তর্জাতিক সিরিজ।
সিরিজের আগে, পাকিস্তান নারী দল ১১ দিনের একটি ক্যাম্প করবে যাতে ২৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। ক্যাম্পটি অনুষ্ঠিত হবে করাচী জাতীয় স্টেডিয়াম সংলগ্ন একাডেমি ওভাল মাঠে।