বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইমরানের পতন: পদ ছাড়তে পারেন রমিজ

  •    
  • ১১ এপ্রিল, ২০২২ ১০:২৮

উত্তাল পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি। এরই মধ্যে প্রধানমন্ত্রী পদ হারিয়েছেন ইমরান খান। একটি সূত্র বলছে, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ইমরান খানের সঙ্গে কথা বলেছেন তারই ঘনিষ্ঠ বন্ধু ও পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। বলা হচ্ছে, ইমরানের পতনে পিসিবির চেয়ারম্যান পদ ছাড়তে পারেন রমিজও।

বিরোধীদের অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ ছাড়তে হয়েছে ইমরান খানকে। এরই মধ্যে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। তবে ইমরান খান এখনও হাল ছাড়েননি। এরই মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, পাকিস্তান স্বাধীনের সংগ্রাম কেবল শুরু।

এমন পরিস্থিতিতে জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, একটি সূত্র বলছে, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ইমরান খানের সঙ্গে কথা বলেছেন রমিজ রাজা। বলা হচ্ছে, ইমরানের পতনে পদ ছাড়তে পারেন রমিজও।

ইমরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত রমিজ রাজা বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আর এই দায়িত্বে তাকে নিয়ে এসেছেন স্বয়ং ইমরান খানই। তবে বোর্ড প্রধান হিসেবে রমিজ রাজা সফল, এমনটাই বলে আসছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

রমিজ রাজা বর্তমানে আইসিসির সঙ্গে আলোচনার জন্য সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইতে রয়েছেন। আজকেই তার বৈঠক শেষ হওয়ার কথা। পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্যেই এই আলোচনা চলছে। উদ্দেশ্য, পাকিস্তানের আন্তর্দেশীয় ক্রিকেট আমূল বদলে দেয়া।

সূত্র বলছে, আজই পদত্যাগ করতে পারেন রমিজ রাজা।

এর আগে নাটকীয়তার ভোটে রাজনৈতিক মৃত্যু হয় ক্রিকেটার থেকে মাঠকাঁপানো রাজনীতিক ইমরানের, যার পেছনে দুটি বাস্তবতা ছিল। পার্লামেন্টের ভেতর জোটসঙ্গীদের সমর্থন হারায় পিটিআই, ফলে অনাস্থা ভোটে জিততে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেননি ইমরান। পার্লামেন্টের বাইরে সাবেক এ অলরাউন্ডার দৃশ্যত সেনাবাহিনীর সমর্থন হারান।

২০১৮ সালের সাধারণ নির্বাচনে জিততে সেনারা ইমরানকে সহায়তা করে বলে অভিযোগ ছিল বিরোধীদের। সেই সেনাবাহিনীই ইমরান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে জ্যেষ্ঠ পদগুলোতে কিছু নিয়োগ এবং নীতিগত সিদ্ধান্ত ইস্যুতে। যদিও ইমরানের সঙ্গে ‘বিচ্ছেদের’ অভিযোগ অস্বীকার করেছে বাহিনীটি।

পাকিস্তানে গত কয়েক সপ্তাহে ইমরানকে গদিচ্যুত করতে প্রধান দুই বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) তাদের তৎপরতা বাড়িয়ে দেয়। পিটিআই নেতৃত্বাধীন জোটের মিত্ররা ইমরানের প্রতি অসন্তোষের বিষয়ে সোচ্চার হতে থাকেন।

মার্চের শেষের দিকে পিটিআইয়ের জোটসঙ্গী বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) সিনেটর আনোয়ার উল হক কাকর বলেছিলেন, ‘এখন পর্যন্ত সুশাসনের ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

ইমরানের জোটত্যাগী দলটির এ নেতা আরও বলেছিলেন, ‘গত দুই বছর ধরে অসন্তোষ চলছিল। কেন্দ্রীয় সরকারে নিজেদের অবস্থান এবং মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা নিয়ে দল (বিএপি) অসন্তুষ্ট ছিল।’

পিটিআইয়ের সঙ্গে তিক্ত সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট হয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আফজাল চানের বক্তব্যে, যিনি মার্চের শুরুতে ছেড়ে আসা পিপিপিতে নতুন করে যোগ দেন।

ইমরানের নেতৃত্বাধীন জোট ছাড়ার কারণ হিসেবে চান বলেছিলেন, ‘(ইমরান) খানের দুর্নীতিবিরোধী প্ল্যাটফর্মে প্রভাবিত হয়েছিলাম। একই সঙ্গে বিদ্যমান পরিস্থিতির ওপর ত্যক্ত ছিলাম, কিন্তু তারপর আমি দেখলাম, খান বাইরে গরিবদের নিয়ে কথা বললেও অন্দরে তিনি সম্পদশালী বিনিয়োগকারী বেষ্টিত।’

এ বিভাগের আরো খবর