সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৪১৩ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে সাউথ আফ্রিকা। ২৩৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ৬ উইকেটের খরচায় ১৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। আর তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১৩ রানের।
বড় ব্যবধানে এগিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করে প্রোটিয়ারা। দুই ওপেনার সারেল এরউই ও ডিন এলগারের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৬০ রান তোলে তারা।
১২তম ওভারে আঘাত হানেন তাইজুল। ২৬ রান করা ডিন এলগারকে সরাসরি বোল্ড করেন।
বিরতির ঠিক আগ মুহূর্তে তাইজুলের স্পিন ভেলকিতে ১৪ করে মাঠ ছাড়েন কিগান পিটারসেন। এতে করে ৮৪ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিক দল।
চা বিরতির পর খালেদ আহমেদ থামান এরইউকে। মুমিনুল হকের হাতে ধরা দিয়ে ৪১ রানেই সাজঘরে ফিরতে হয় তাকে।
এরপর তাইজুলের তৃতীয় শিকারে পরিণত হন রায়ান রিকেলটন। ১২ রানে সাজঘরে ফেরেন এই ব্যাটার। আর তাতেই ১১৯ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে প্রোটিয়াদের।
বিপজ্জনক হয়ে ওঠার আগেই ৩০ রানেই মিরাজ ফেরান টেম্বা বাভুমাকে। দলের স্কোর তখন ৫ উইকেটের বিনিময়ে ১৫৪ রান।
এরপর মিরাজের দ্বিতীয় শিকার বনে মালডারের বিদায়ের পর ইনিংস ঘোষণা করে সাউথ আফ্রিকা। আর বাংলাদেশের সামনে লক্ষ্য দেয় ৪১৩ রানের।
এর আগে সাউথ আফ্রিকার করা ৪৫৩ রানের জবাবে তৃতীয় দিনে ২১৭ রান করেই অলআউট হয় বাংলাদেশ। ৩৬ রানে পিছিয়ে থাকায় ফলোঅনে পড়ে বাংলাদেশ। তবে বাংলাদেশকে আবার ব্যাট করতে না পাঠিয়ে নিজেরা দ্বিতীয়বার ব্যাট করা শুরু করে সাউথ আফ্রিকা।
তৃতীয় দিনের শুরু থেকে দুই অপরাজিত ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি ও মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রোটিয়াদের রান পাহাড়ের দিকে বেশ ভালো এগোচ্ছিল বাংলাদেশ। প্রথম ঘণ্টা বাংলাদেশ উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় ঘণ্টায় বদলে যায় দৃশ্যপট।
ম্যাচের ৬০তম ওভারে কেশভ মহারাজের শিকার হয়ে ৪৬ রানে মাঠ ছাড়েন ইয়াসির রাব্বি। তাতে ভাঙে ৭০ রানের জুটি।
সঙ্গীর বিদায়ের পরই মুশফিকুর রহিম ফিফটি করে সায়মন হার্মারকে রিভার্স সুইপ করতে গিয়ে স্টাম্প হারান।
আর উইয়ান মালডার ও সাইমন হার্মারের সামনে দাঁড়াতে পারেননি কোনো সফরকারী ব্যাটার। ফলে ২১৭ রানে থেমে যায় বাংলাদেশের রানের চাকা।
এর আগে বৃষ্টির কারণে তৃতীয় দিন খেলা শুরু হতে মিনিট বিশেক দেরি হয়। ভেজা কন্ডিশনে অলিভিয়ের-মহারাজদের সামলে ব্যাট করেন অভিজ্ঞ মুশফিক ও তরুণ ইয়াসির।
দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেইসারদের তোপের মুখে ১৩৯ রান তুলতে পাঁচ টপ অর্ডারকে হারায় বাংলাদেশ। সাউথ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৪৫৩ রানে অলআউট হয়।