সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে দুটি উইকেট তুলে নিলেও এখনও ব্যাকফুটে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত সাউথ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৩৮৪ রান। ৫৫ রানে ক্রিজে আছেন কেশভ মহারাজ; ৩ রানে সাইমন হার্মার।
প্রোটিয়াদের বিপক্ষে প্রথম দিনের শুরুটা করেছিলেন খালেদ আহমেদ। সেই ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় দিনের শুরুটাও হয় তার হাতেই।
দিনের সপ্তম ওভারেই কাইল ভেরেইনিকে ফেরান ডানহাতি এই পেইসার। দুর্দান্ত ইন সুইঙ্গার সরাসরি আঘাত হানে ভেরেইনির স্টাম্পে। আর তাতেই ৩০০ রানে ষষ্ঠ উইকেট হারায় স্বাগতিকরা। মাঠ ছাড়ার আগে ভেরেইনির ব্যাট থেকে আসে ২২ রান।
এরপর মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে আঘাত হানেন তাইজুল ইসলাম। ৩৩ রান করা মালডারকে সরসারি বোল্ড করেন বাহাতি এই স্পিনার।
ম্যাচের প্রথম দিনের প্রথম দুই সেশন উইকেটে প্রোটিয়াদের দাপট থাকলেও, শেষ সেশনে লড়াইয়ে ফেরে টাইগাররা। তুলে নেয় ৩ উইকেট।