আইপিএলে নিজের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে দুর্দান্ত ফর্মে ছিলেন মুস্তাফিজুর রহমান। ২৩ রানের খরচায় তিন উইকেট নিয়ে প্রথম দিনেই তাক লাগিয়ে দিয়েছিলেন বাঁহাতি এই পেইসার।কিন্তু দ্বিতীয় ম্যাচে লখনৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ফিজ রইলেন নিজের ছায়া হয়ে। সুপারজায়ান্টের বিপক্ষে মুস্তাফিজ কোনো উইকেটের দেখা পাননি।চার ওভারের স্পেলে আগের ম্যাচের মতো মেইডেন ওভার নিতে পারেননি। সাড়ে ছয় ইকোনোমিতে দিয়েছেন ২৬ রান।
পাশপাশি হেরেছে তার দলও। দিল্লির দেয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট ও দুই বল হাতে অক্ষত জয় বাগিয়ে নেয় লখনৌ সুপারজায়ান্টস।
টসে হেরে ব্যাট করতে নেমে পৃথিভ শ্বয়ের ৩৪ বলে ৬১, ঋষভ পন্তের ৩৯ ও সারফরাজ খানের ৩৬ রানে ভর করে ৩ উইকেটে ১৪৯ রানের পুঁজি পায় দিল্লি ক্যাপিটেলস।
জবাবে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের ৫২ বলে ৮০, ক্রুনাল পান্ডিয়ার অপরাজিত ১৯ ও আয়ুশ বাদুনির ১০ রানে ভর করে দুই বল বাকি থাকতেই ছয় উইকেটের জয় বাগিয়ে নেয় লখনৌ।
এই জয়ে টেবিলের দুইয়ে উঠে এলো লখনৌ। আর মুইস্তাফিজের দিল্লির অবস্থান টেবলের সাতে।