বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দ্রাবিড়ের ওপর চাপ দিচ্ছেন না সৌরভ

  •    
  • ৫ এপ্রিল, ২০২২ ১১:৫৫

সাফল্যের জন্য দ্রাবিড়ের ওপর বাড়তি চাপ নেই উল্লেখ করে সৌরভ বলেন, ‘খেলার দিনগুলোর মতো এখনও তিনি তীক্ষ্ণ, সতর্ক ও পেশাদার। পুরোনো দিনের সঙ্গে দ্রাবিড়ের একমাত্র পার্থক্য হলো ভারতের হয়ে আর তিন নম্বরে ব্যাট করার দরকার নেই তার।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। তার অধীনে ঘরের মাঠে টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ জিতলেও, সাউথ আফ্রিকার মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারে ভারত।

তারপরও সাফল্যের জন্য দ্রাবিড়ের ওপরই ভরসা করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলী। ক্রিকেটের মাঠে তারা দুজন ছিলেন কাছের বন্ধু। কর্মকর্তা হিসেবেও দলকে সাফল্য এনে দিতে চান এ দুজন।

সাফল্যের জন্য দ্রাবিড়ের ওপর বাড়তি চাপ নেই উল্লেখ করে সৌরভ বলেন, ‘খেলার দিনগুলোর মতো এখনও তিনি তীক্ষ্ণ, সতর্ক ও পেশাদার। পুরোনো দিনের সঙ্গে দ্রাবিড়ের একমাত্র পার্থক্য হলো ভারতের হয়ে আর ৩ নম্বরে ব্যাট করার দরকার নেই তার।’সৌরভের বিশ্বাস, ‘সৎ ও প্রতিভার কারণে কোচ হিসেবেও ভালো করবেন দ্রাবিড়।’

শাস্ত্রীর জায়গায় দ্রাবিড়কে কোচ হিসেবে বসানোর পেছনে বড় ভূমিকা রাখেন গাঙ্গুলী।বিসিসিআই সভাপতি বলেন, ‘অন্য সবার মতো, ভুল করবেন দ্রাবিড়ও, কিন্তু যতক্ষণ আপনি সঠিক কাজ করার চেষ্টা করবেন ততক্ষণ অন্যদের চেয়ে বেশি সাফল্য পাবেন।’শাস্ত্রী ও দ্রাবিড়ের মধ্যে কোচিংয়ের পার্থক্য নিয়ে নিজের মতামত তুলে ধরেন গাঙ্গুলী।তিনি বলেন, ‘তারা ভিন্ন ব্যক্তিত্ব ও ভিন্ন ধরনের মানুষ। একজন সব সময় তার শক্তিশালী দিক নিয়ে ভাবে ও অন্যজন সর্বকালের সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও নীরবে কাজ করে। দুটো আলাদা মানুষ কখনও একভাবে সফল হতে পারে না।’

এ বিভাগের আরো খবর