স্প্যানিশ লা লিগায় পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। ১০ নম্বর স্থান থেকে চার মাসের মাথায় টেবিলের দুইয়ে উঠে এসেছে কাতালানরা। রিয়াল মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
নিজ মাঠে শিরোপার দৌঁড়ে থাকা আরেক দল সেভিয়াকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের হয়ে জয়সূচক গোলটি করেন পেদ্রি।
শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে বার্সেলোনা। কোচ চাভি এরনান্দেসের ট্যাকটিকসে বল ও পজিশন দখল করে রাখলেও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিক দল।
বেশ খানিকটা অপেক্ষার পর আসে গোল। ৭২ মিনিটে সেভিয়ার বক্সের বাইরে বল পান পেদ্রি। অনবদ্য ড্রিবলিং ও ডজে ডিফেন্ডারদের বোকা বানিয়ে জোরাল শট নেন এ তরুণ তারকা। তার শট ঠেকাতে পারেননি সেভিয়া গোলকিপার।
ওই এক গোলেই নির্ধারিত হয় ম্যাচভাগ্য। এ জয়ে সেভিয়া ও আতলেতিকো মাদ্রিদকে টপকে দুইয়ে উঠে আসে বার্সেলোনা। তিন দলের সংগ্রহ ৫৭ পয়েন্ট হলেও বার্সেলোনা খেলেছে ২৯টি ম্যাচ। অন্য দলগুলো ৩০টি করে ম্যাচ খেলে ফেলেছে।
ম্যাচ শেষে নিজের স্কোয়াডের লড়াকু মানসিকতার প্রশংসা করেন চাভি। পেদ্রিকে মিডফিল্ডে দক্ষ হওয়ার পাশাপাশি গোলস্কোরিংয়েও দক্ষ হওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছেন, এমনটা জানান বার্সেলোনা বস।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘পেদ্রিকে আমি ম্যাচে শুট করতে উৎসাহ দেই। সে যেহেতু সবসময় বল পাস করে, তাই সে শুট না করে পাস দেয়ার চিন্তা করে। আমিও এমনটাই করতাম। আজকে সে চমৎকার একটা গোল করেছে।
‘সে একজন এলিট খেলোয়াড়। কারণ খুব কম খেলোয়াড়ই আছে যে আমাদের স্টাইলতা ওর মতো বুঝতে পারে।’
দুই নম্বরে উঠে এলেও এখনও কোনো কিছুই অর্জিত হয়নি বলে মনে করেন চাভি। দলের প্রতি লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান তার।
চাভি যোগ করেন, ‘আমরা দুইয়ে আছি। কিন্তু তাতে কিছুই বদলে যাচ্ছে না। অঙ্কের হিসেবে লা লিগা শিরোপা জেতা সম্ভব। আমরা লড়াই চালিয়ে যাব।’