ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে দুইবার জীবন পেয়েছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। আর সেই সুযোগে তৃতীয় দিন প্রথম সেশনে তুলে নেন ক্যারিয়ারের ২১তম অর্ধশতক।মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি প্রোটিয়া ওপেনার। ৬৪ রানে তাসকিন আহমেদের শিকার হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। ১১৬ রানে দ্বিতীয় উইকেট পতন ঘটে স্বাগতিক দলের।
এলগারের সঙ্গী কিগান পিটারসেনকেও উইকেটে টিকতে দেয়নি টাইগাররা। ৩৬ রান করে পিটারসেন আউট হন মেহেদী মিরাজের বলে।
চতুর্থ দিনের শুরুতে বেশ কিছু সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ইনিংসের ১৯তম এভারে এবাদত হোসেনের গুড লেন্থের এক ডেলিভারি ইনসুইং করে আঘাত হানে এরউইর প্যাডে।
প্রথমে আম্পায়ার আবেদনে সাড়া না দিলে রিভিউ নিতে দেরি করেননি এবাদত। সেই রিভিউ থেকে আউটের সিদ্ধান্ত আসে। তাতে ৫১ বল খেলে ৮ রান করে সাজঘরে ফিরতে হয় প্রোটিয়া এই ব্যাটারকে।
উইকেটের এক প্রান্ত ধরে লড়াই চালিয়ে যেতে থাকেন ডিন এলগার। ৩৪ রানে শান্ত ও ৪৩ রানে ইয়াসির আলি রাব্বির হাতে জীবন পান তিনি। জীবন পেয়ে সেটি কাজে লাগাতে বিন্দুমাত্র কালক্ষেপণ করেননি তিনি। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২১তম হাফ সেঞ্চুরি।
এলগার ও কিগান পিটারসেনের ব্যাটে ভর করে ১৫০ রানের লিড ছাড়িয়ে যায় স্বাগতিকরা। ১৭৪ রানের লিড নিয়ে যায় মধ্যাহ্ন বিরতিতে।
এর আগে তৃতীয় দিন বিনা উইকেটে ৬ রান নিয়ে দিন শেষ করে সাউথ আফ্রিকা।
প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা। এরপর ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ২৯৮ রান।