শুরু থেকেই কামড়ে পড়ে ছিলেন উইকেটে। একপ্রান্তে যখন চলছিল আসা-যাওয়ার খেলা, অপরপ্রান্তে একাই লড়াই চালিয়ে যেতে থাকেন জাতীয় দলের ওপেনার মাহমুদুল হাসান জয়। ধৈর্য্যশীল ব্যাটিংয়ের পরিচয় দিয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক।
জয়ের এই সেঞ্চুরিই এখন পর্যন্ত সাউথ আফ্রিকার মাটিতে কোনো বাংলাদেশি ক্রিকেটারের করা প্রথম শতক। জয়ের ব্যাটে ভর করে বাংলাদেশ স্বপ্ন দেখছে সাউথ আফ্রিকাকে লিড দেয়ার।
ক্যারিয়ারের প্রথম শতক তুলতে জয় খেলেছেন ২৬৯ বল।
ডারবান টেস্টের প্রথম ইনিংসে ৯৮ রানে চার উইকেট নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ স্কোর তালিকায় ৩ রান যোগ করতেই হারায় তাদের প্রথম উইকেট। আগের দিন শেষ সেশনে ব্যাট করতে নামা তাসকিন তৃতীয় ওভারে লিজার্ড উইলিয়ামসের বলে উইয়ান মালডারের হাতে ধরা পড়েন।
তবে সঙ্গী দিনের শুরুতে বিদায় নিলেও বিন্দুমাত্র বিচলিত হননি মাহমুদুল হাসান জয়। ধৈর্যশীল ব্যাটিংয়ের পরিচয় দিয়ে তুলে দেন দুর্দান্ত এক অর্ধশতক।
তিনবার জীবন পাওয়া লিটনও যাচ্ছিলেন না কম। দুইবার ক্যাচ মিস ও একবার রিভিউ নিয়ে জীবন পাওয়া লিটন সঙ্গ দিচ্ছিলেন বেশ ভালোই। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত এই দুইজন গড়েন ৮২ রানের জুটি।
কিন্তু মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই হতাশার ডোবান লিটন দাস। উইলিয়ামসের দুর্দান্ত এক ইনসুইঙ্গার লিটনের প্যাড ছুঁয়ে আঘাত হানে স্টাম্পে। আর তাতেই তিনবার জীবন পেয়ে চতুর্থবারে সাজঘরের পথ ধরতে হয় ডানহাতি এই ব্যাটসম্যানকে।
তবে লিটনের বিদায়ও খুব একটা প্রভাব ফেলেনি জয়ের ওপর। ইয়াসির রাব্বিকে সঙ্গে নিয়ে চালাতে থাকেন ব্যাট। ২৬৯ বল খেলে পাক্কা টেস্ট খেলোয়াড়ের পরিচয় দিয়ে তুলে নেন প্রথম বাংলাদেশী হিসেবে সাউথ আফ্রিকার মাটিতে প্রথম সেঞ্চুরি।
তৃতীয় দিনে চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ১০৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৫৭ রান।