ডারবান টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে এক উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। বিরতির আগে নিজেদের বোর্ডে ১৮৩ রান তুলেছে সফরকারীরা। উইকেটে রয়েছেন মাহমুদুল হাসান জয় (৮০) ও লিটন দাস (৪১)।
প্রথম সেশনে সফরকারীদের ব্যাট থেকে এসেছে ৮৫ রান। বিপরীতে স্বাগতিকদের একমাত্র অর্জন তাসকিন আহমেদের উইকেট।
৯৮ রানে চার উইকেট নিয়ে দিন শুরু করা বাংলাদেশ স্কোরশিটে ৩ রান যোগ করতেই হারায় তাদের প্রথম উইকেট।
আগের দিন শেষ সেশনে ব্যাট করতে নামা তাসকিন তৃতীয় ওভারে লিজার্ড উইলিয়ামসের বলে উইয়ান মালডারের হাতে ধরা পড়েন।
তবে সঙ্গী দিনের শুরুতে বিদায় নিলেও বিন্দুমাত্র বিচলিত হননি মাহমুদুল হাসান জয়। ধৈর্যশীল ব্যাটিংয়ের পরিচয় দিয়ে তুলে দেন দুর্দান্ত এক অর্ধশতক।
তিনবার জীবন পাওয়া লিটনও যাচ্ছিলেন না কম। দুইবার ক্যাচ মিস ও একবার রিভিউ নিয়ে জীবন পাওয়া লিটন সঙ্গ দিচ্ছিলেন বেশ ভালোই। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত এই দুইজন গড়েন ৮২ রানের জুটি।